X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সেই আকিলাই ডোবালেন লঙ্কানদের!

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২১, ১৩:০৮আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৩:০৮

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটের ঘাম ঝরানো জয় দিয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় টস জিতলেও শ্রীলঙ্কার পুঁজি ছিল খুবই কম। ৪৬ রানে ৪ উইকেট হারানো দলটির রান উঠেছে মূলত দিনেশ চান্ডিমাল ও আশেন বান্ডারার ব্যাটে। ৪৬ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন চান্ডিমাল, বান্ডারা ৩৫ বলে অপরাজিত ছিলেন ৪৪ রানে। তাদের ব্যাটেই ৪ উইকেটে ১৩১ রান তুলতে পারে লঙ্কানরা।

সাধারণ লক্ষ্য পেয়ে একটায় পর্যায়ে স্বাগতিকদের শুরুটাও ছিল আদর্শ। পাওয়ার প্লেতে ১ উইকেটে তুলে ফেলেছিল ৫৩ রান। কিন্তু লঙ্কান স্পিনাররা আবারও রাশ টেনে ধরতে সক্ষম হয়েছিল এই ম্যাচের। ত্রাস ছড়ান লেগ স্পিনার ওয়ানিন্ডু হাসারাঙ্গা। ১৩ রানে ২ উইকেট নিয়ে ফেরান এভিন লুইস (২৬) ও লেন্ডল সিমন্সকে (২১)।

হাসারাঙ্গার সৃষ্ট চাপটাকে কাজে লাগান লাকশান সান্দাকান ও দুশমন্থ চামিরাও। শূন্য রানে বিপজ্জনক ব্যাটসম্যান কিয়েরন পোলার্ডকে ফেরান চামিরা। ১৩ রানে গেইলকে বোল্ড করেন সান্দাকান।

এক পর্যায়ে ১০৫ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যারিবীয়রা। কিন্তু লক্ষ্য বেশি বড় না হওয়ায় স্বাগতিকরাও এমন একজন বোলার খুঁজছিলেন যাকে সদ্ব্যবহার করা যাবে এই সময়। যা তারা পেয়ে যায় তা আকিলা ধনাঞ্জয়ার মাঝে!  প্রথম ম্যাচে লঙ্কান এই স্পিনারের এক ওভারেই ৬টি ছক্কা মেরেছিলেন পোলার্ড।

সেই দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনেছিলেন ফাবিয়ান অ্যালেনও। আকিলার ১৯তম ওভারে তিন ছয় হাঁকিয়ে ম্যাচ নিজেদের করে নেন তিনি। ৬ বলে ২১ রান করে তুলির শেষ আঁচড়টাই দিয়েছেন এই অলরাউন্ডার। তাতে ৭ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। একটি উইকেট আর মিনি টর্নেডো ইনিংস খেলায় ম্যাচসেরাও হয়েছেন অ্যালেন।

প্রথম ম্যাচে পোলার্ডের কাছে বেধড়ক পিটুনির পর এই ম্যাচে উইকেটশূন্য ছিলেন আকিলা। ৪ ওভারে দিয়েছেন ৫৩ রান!

২৯ রানে তিনটি উইকেট নিয়েছেন সান্দাকান। দুটি করে নিয়েছেন চামিরা ও ওয়ানিন্ডু হাসারাঙ্গা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা