দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় ওভারে উইকেট হারানো বাংলাদেশের ভালো সংগ্রহের ভিত গড়ে দিচ্ছিলেন তামিম ইকবাল। কিন্তু অযথা রান নেওয়ার তাড়ায় তাকে বিদায় নিতে হলো ৭৮ রানেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৩২.৩ ওভারে ৩ উইকেটে ১৪৩ রান। ক্রিজে আছেন মুশফিকুর (২০) ও মোহাম্মদ মিঠুন (৩)।
অবশ্য শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস।
ক্রাইস্টচার্চে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুর ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে বাড়তি বাউন্সের কারণে বিপদে পড়েন লিটন। পুল করতে গিয়েছিলেন। কিন্তু স্কোয়ার লেগে তার শট তালুবন্দি করেন ইয়ং। লিটন বিদায় নেন শূন্য রানে।
তামিম অপর প্রান্তে সতর্ক শুরুর পর মেরে খেলার চেষ্টায় থাকেন। বিশেষ করে অষ্টম ওভারে কিছু চার মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। সৌম্যও ধীরস্থির থেকে ব্যাট করেন। ফলে এই জুটি শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে ব্যাট করতে থাকে। তামিম অবশ্য ১৫তম ওভারেই দ্বিতীয় জীবন পান। তার ফিরতি ক্যাচ নিয়েছিলেন পেসার কাইল জেমিসন। টিভি রিপ্লের পর অবশ্য দেখা গেছে ক্যাচ নিলেও এক পর্যায়ে বল স্পর্শ করে মাটিতে। টিভি আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে নট আউট দেন এর পর।
এর পরেও তামিম-সৌম্য জুটি এগিয়ে চলছিলেন অবিচলভাবে। কিন্তু খুব বেশি আক্রমণাত্মক হতে যাওয়ার মাশুল দেন সৌম্য। মিচেল স্যান্টনারের ঘূর্ণিবলে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই স্টাম্পড হন তিনি। যাওয়ার আগে ৪৬ বলে করেন ৩২ রান! তাতে ছিল ৩টি চার ও ১টি ছয়।
এর পর তামিম ৫০তম হাফ সেঞ্চুরি তুলে আত্মবিশ্বাসী ভঙ্গিতেই খেলে যাচ্ছিলেন। তাকে সঙ্গ দিতে থাকেন মুশফিকুর রহিম। কিন্তু ৩০.২ ওভারে নিশামের বলে মুশফিকুর রহিম অযথা সিঙ্গেল নিতে গেলে কপাল পোড়ে তামিমের। মূলত নিশামের অসাধারণ ফুট ওয়ার্কেই রান আউট হন তামিম! তামিম প্রান্তে পৌঁছানোর আগেই দৌড় দিয়ে বল পা দিয়ে স্টাম্পে আঘাত করেন নিশাম। ফলাফল ১০৮ বলে ৭৮ রানে ফেরেন ওয়ানডে অধিনায়ক। তামিমের ইনিংসে ছিল ১১টি চার।
Neesham through on goal! It's out. @JimmyNeesh with some fine footwork to break the @BCBtigers partnership. 133/3 now in thee 31st over as the players have a drink. Tamim Iqbal out for 78. Follow play LIVE with @sparknzsport #NZvBAN pic.twitter.com/0mmjguWNYd
— BLACKCAPS (@BLACKCAPS) March 23, 2021