X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

অপ্রতিরোধ্য নিগার, এক ম্যাচ পর আবার সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৮:০৩আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৮:০৩

এক ম্যাচ আগেই সেঞ্চুরি পেয়েছিলেন নিগার সুলতানা। চলমান সিরিজে আজ (রবিবার) দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। তার অপরাজিত ১০১ রানে ভর করে বাংলাদেশ নারী ইমার্জিং দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ দাঁড় করায়। জবাবে ১২৬ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের ইনিংস। ফলে ১১০ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লেগ স্পিনার ফাহিমা খাতুনের ঘূর্ণি জাদুতে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। আনেকে বোস ছাড়া কেউই থিতু হতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করা আনেকে করেন সর্বোচ্চ ৬৩ রান। ৮১ বলে ৭ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া কেবল দুই ব্যাটার যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। প্রোটিয়াদের শেষ ব্যাটসম্যান ব্যাটিংয়ে না নামায় সফরকারীদের ইনিংস থামে ৪৬.৫ ওভারে ১২৬ রানে।

লেগ স্পিনার ফাহিমা ২৯ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়া অফ স্পিনার সালমা খাতুন ২টি এবং রিতু মনি, নাহিদা আক্তার ও লতা মণ্ডল নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিং জুটি বিচ্ছিন্ন হলেও তিন নম্বরে নেমে ওপেনার মুর্শিদা খাতুনের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার। মুর্শিদা ৪১ রান করে আউট হলেও নিগার নিজের সহজাত খেলা খেলতে থাকেন। এক ম্যাচ পর তুলে নেন আরেকটি সেঞ্চুরি। আরেকবার খেলেন ১০১ রানের অপরাজিত ইনিংস। তার ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৩৬ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়। ১৩২ বলের ইনিংসটি সাজান তিনি ৮ চার ও এক ছক্কায়।

এছাড়া প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া সোবহানা মোস্তারি খেলেছেন ৫২ বলে ৪৫ রানের কার্যকরী ইনিংস। এক ছক্কা ও ৩ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। এছাড়া ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২৫ রান করে অপরাজিত থাকেন লতা মন্ডল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
সাঁতারে ৫ ইভেন্টেই ঢাবি সেরা শেখ জামিল
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন