X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

জাকারবার্গের নিরাপত্তায় ১৯৪ কোটি টাকা খরচ ফেসবুকের!

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ১৪:১২আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৪:১২

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্য গত অর্থবছরে ব্যয় হয়েছে ২ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৯৪ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৭০ টাকা। যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক প্রতিবেদনে জাকারবার্গের নিরাপত্তার পেছনে এ পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।

এই বিপুল অর্থ ব্যয় হয়েছে জাকারবার্গের নিরাপত্তাকর্মীদের বেতন, সরঞ্জাম কেনা, নিরাপত্তা সেবা নেওয়া ও আবাসন উন্নয়নের পেছনে।

শুধু জাকারবার্গ নন, তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ব্যয়ও বহন করে ফেসবুক। তা দেশে থাকার সময় হোক বা দেশের বাইরে থাকার সময়। গত বছর করোনা পরিস্থিতির কারণে তার অঙ্ক অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে জাকারবার্গের অফিস। সেখানে প্রতিষ্ঠানের অন্য কর্মীদের সঙ্গে নিয়মিত কাজ করেন তিনি। অন্য কর্মীদের মতো তার ডেস্কও খোলা থাকে। অন্যদের সঙ্গেই তিনি বসেন। তবে তার পাশে দেহরক্ষী থাকে।

অফিসের বাইরেও বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয় তাকে। তবে এমনিতে খুব সাদামাঠাভাবেই চলেন তিনি। সাধারণত ছাই রঙের টি-শার্ট পরে অফিস করেন।

পোশাকের বিষয়ে মাথা না ঘামালেও নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ বেড়েছে তার। তাই অফিস থেকে যাতে জরুরি প্রয়োজনে বের হতে পারেন, সে কারণে গোপন সুড়ঙ্গও তৈরি করা হয়েছে। এটি অবশ্য নতুন নয়। বিশ্বের সব বড় বড় প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তাই নিজেদের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে রাখেন। সে তুলনায় জাকারবার্গ এখন আরও বেশি সতর্ক হয়ে উঠেছেন।

বিভিন্ন মানুষের কাছ থেকে সারা বছর নানা রকম উপহার পান ফেসবুকের এই প্রধান নির্বাহী। কিন্তু কোনও উপহার তিনি নিজে খোলেন না। তার কাছে কিছু পৌঁছাতে হলে তা আগে নিরাপত্তা পরীক্ষায় পাস করে আসতে হয়। তিনি কোনও রেস্তোরাঁ বা বারে গেলে তার নিরাপত্তারক্ষীরা আগে পুরো জায়গাটি ভালোভাবে তল্লাশি করেন। তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক বা প্রশিক্ষকদেরও নিরাপত্তার বলয় পেরোতে হয়। এসব মিলিয়ে ২০১৫ সালের পর থেকেই জাকারবার্গের নিরাপত্তা ব্যয় বেড়েই চলেছে। ২০১৫ সালে তার পেছনে প্রায় ৫ মিলিয়ন ডলার খরচ করেছিলেন ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৭ সালে এটা বেড়ে দাঁড়ায় ৯ মিলিয়ন ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ মিলিয়ন ডলারে। সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ৬১৩: জাতিসংঘ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল