X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সেই ৫ দক্ষিণ আফ্রিকান ‘নেগেটিভ’ হয়ে বাংলাদেশ ছাড়লেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৯:২৪আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৯:২৪

বাংলাদেশে লকডাউনের কারণে একটি ওয়ানডে না খেলেই ঢাকা ছাড়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি পাঁচ দক্ষিণ আফ্রিকান। তবে দ্বিতীয় দফার পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসায় আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন তারা।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের সবাই করোনা পরীক্ষা করান। তাদের পাঁচজনের করোনা পজিটিভ আসে। ততক্ষণে পুরো দল সিলেট থেকে ঢাকায় চলে এসেছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ সদস্য আইসোলেশনে ছিলেন। তবে সন্দেহ হওয়ার কারণে আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় আবারও তাদের করোনা পরীক্ষা করানো হয়।  রিপোর্ট নেগেটিভ হওয়াতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরে যাচ্ছেন তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাদেল বলেছেন, ‘সোমবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে করা টেস্টে তাদের ফলস (ভুয়া) পজিটিভ এসেছিল। আজ ঢাকায় আবারও টেস্ট করানো হয়। সেই রিপোর্ট এসেছে নেগেটিভ। সবকিছু ঠিক হওয়াতে সন্ধ্যা ৬টার ফ্লাইটে নারী দলের বাকি ক্রিকেটাররা দেশ ছেড়েছেন।’

করোনা পজিটিভ হওয়া পাঁচজন হচ্ছেন- সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো।

প্রসঙ্গত, গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। যদিও লকডাউনের কারণে এক ম্যাচ বাতিল করা হয়েছে। মাঠে গড়ানো চার ম্যাচের সবকটি জিতেছে বাংলাদেশ নারী দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
অবৈধ অটোরিকশা-ইজিবাইককে লাইসেন্সের আওতায় আনার দাবি
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ও কাতারের মধ্যে ৫টি চুক্তি এবং ৫টি সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা