X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

টিসিবির ডিলারকে জরিমানা

বগুড়া প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২১, ২০:৫০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২০:৫০

বগুড়ায় ওজনের কম দিয়ে প্রতারণা করার অপরাধে টিসিবির ডিলার গিয়াস উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, টিসিবির ডিলার গিয়াস উদ্দিন ওজনে কম দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছিল। বুধবার বিকালে নিশিন্দারা উপশহর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। এ সময় ডিলার গিয়াস উদ্দিনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানার ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতে এমন কাজ করলে তার টিসিবির ডিলারশিপ বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে। আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি সিদ্ধান্ত অনুসারে বাজার স্থানান্তরের বিরোধিতা করে মাইকিং করায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের জেল দেন। মঙ্গলবার রাতে শহরের কালিতলা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজার আদালত এ দণ্ড দেন। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কালিতলা বাজার কমিটির সভাপতি ও ইজারাদার রিয়াদ জরিমানার টাকা পরিশোধ করে রেহাই পান।

আদালত সূত্র জানায়, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে কালিতলা হাট শহরের কাটনারপাড়ায় করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে স্থানীয় পৌর কাউন্সিলর মাইকিং করেন। কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বাজার কমিটির সভাপতি রেজাউল করিম রিয়াদ এর বিরোধিতা করেন এবং বাজার স্থানান্তর করবেন না বলে মাইকিং করেন। রাতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেন। পরে রিয়াদ জরিমানার টাকা দিয়েছেন। আদালত তাকে সতর্ক করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক