X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জানা গেলো সাকিবের ছেলের নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৭:২০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:২৩

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। সেখানে দারুণ সময় উপভোগ করছেন এই অলরাউন্ডার। দুই মৌসুম পর কলকাতার জার্সিতে ফিরেই তাদের ভালোবাসায় মুগ্ধ সাকিব। নাইট কর্তৃপক্ষ ও অধিনায়ক ইয়োন মরগান যেন সাকিবে ডুবে আছেন। উপভোগ্য সময়ের মাঝে আজ (বৃহস্পতিবার) বিকেলে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তার পরিবারের সব সদস্যের নাম লেখা কলকাতার জার্সি দেখা গেছে। তার একটিতে আছে তার ছেলের নাম।

গত ১৫ মার্চ সকালে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরজুড়ে আসে ছেলে সন্তান। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। ওই সময় সন্তানের সুস্থ থাকার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেও নাম কী রেখেছেন, সেটি জানাননি তিনি। তবে বৃহস্পতিবার কলকাতা টিম ম্যানেজমেন্টের সরবরাহ করা পুরো পরিবারের জার্সিতে শোভা পাচ্ছে তার ছেলের নামও।

সাকিবের ছেলের নামে কলকাতার জার্সি একটি জার্সিতে লেখা ‘আইজাহ আল হাসান’। বাকি চারটি জার্সিতে সাকিব-শিশিরসহ দুই মেয়ের নাম। এতেই ভক্তরা নিশ্চিত হয়ে গেছেন, আইজাহ আল হাসান হলো সাকিবের ছেলের নাম। সাকিব অবশ্য ছবির ক্যাপশনে বিষয়টি পরিষ্কারও করে দিয়েছেন, ‘এক মাস পূর্তিতে আমাদের ছোট্ট ছেলে আইজাহ আল হাসানকে শুভেচ্ছা। তুমি আমাদের ছোট্ট পরিবার পূর্ণ করেছো। দুজন সুন্দর বোনের প্রিয় ভাই তুমি, তোমাকে পেয়ে তারা চাঁদ পেয়ে গেছে। এর চেয়ে বেশি আশির্বাদপুষ্ট হওয়া সম্ভব নয়, আমার পূর্ণাঙ্গ পৃথিবী।’

সাকিবের পোস্ট এবারের আইপিএলের শুরু থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে একাদশে আছেন সাকিব। দুই ম্যাচে বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। কলকাতা দুই ম্যাচের একটিতে জিতেছে, অন্যটিতে হেরেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক