X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জানা গেলো সাকিবের ছেলের নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৭:২০আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২২:২৩

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ভারতে আছেন সাকিব আল হাসান। সেখানে দারুণ সময় উপভোগ করছেন এই অলরাউন্ডার। দুই মৌসুম পর কলকাতার জার্সিতে ফিরেই তাদের ভালোবাসায় মুগ্ধ সাকিব। নাইট কর্তৃপক্ষ ও অধিনায়ক ইয়োন মরগান যেন সাকিবে ডুবে আছেন। উপভোগ্য সময়ের মাঝে আজ (বৃহস্পতিবার) বিকেলে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। সেখানে তার পরিবারের সব সদস্যের নাম লেখা কলকাতার জার্সি দেখা গেছে। তার একটিতে আছে তার ছেলের নাম।

গত ১৫ মার্চ সকালে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরজুড়ে আসে ছেলে সন্তান। তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি। ওই সময় সন্তানের সুস্থ থাকার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করলেও নাম কী রেখেছেন, সেটি জানাননি তিনি। তবে বৃহস্পতিবার কলকাতা টিম ম্যানেজমেন্টের সরবরাহ করা পুরো পরিবারের জার্সিতে শোভা পাচ্ছে তার ছেলের নামও।

সাকিবের ছেলের নামে কলকাতার জার্সি একটি জার্সিতে লেখা ‘আইজাহ আল হাসান’। বাকি চারটি জার্সিতে সাকিব-শিশিরসহ দুই মেয়ের নাম। এতেই ভক্তরা নিশ্চিত হয়ে গেছেন, আইজাহ আল হাসান হলো সাকিবের ছেলের নাম। সাকিব অবশ্য ছবির ক্যাপশনে বিষয়টি পরিষ্কারও করে দিয়েছেন, ‘এক মাস পূর্তিতে আমাদের ছোট্ট ছেলে আইজাহ আল হাসানকে শুভেচ্ছা। তুমি আমাদের ছোট্ট পরিবার পূর্ণ করেছো। দুজন সুন্দর বোনের প্রিয় ভাই তুমি, তোমাকে পেয়ে তারা চাঁদ পেয়ে গেছে। এর চেয়ে বেশি আশির্বাদপুষ্ট হওয়া সম্ভব নয়, আমার পূর্ণাঙ্গ পৃথিবী।’

সাকিবের পোস্ট এবারের আইপিএলের শুরু থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে একাদশে আছেন সাকিব। দুই ম্যাচে বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। কলকাতা দুই ম্যাচের একটিতে জিতেছে, অন্যটিতে হেরেছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ