এএফসি কাপের প্লে অফ পর্বে আগামী ২১ এপ্রিল মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে খেলার কথা আবাহনী লিমিটেডের। ভেন্যু ছিল নেপালের কাঠমান্ডু। কিন্তু চলমান কঠোর লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখানে গিয়ে খেলা সম্ভব নয়। তাই এখন বিকল্প ভেন্যু নিয়ে ভাবছে সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার আবাহনী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের মধ্যে ত্রিপক্ষীয় সভা হয়েছে। সভায় নেপালের পরিবর্তে ভারত কিংবা মালদ্বীপে খেলার বিষয়েই আলোচনা হয়েছে। সেই সঙ্গে ২১ এপ্রিলের ম্যাচটি এখন পিছিয়ে অনুষ্ঠিত হতে পারে ২৫ এপ্রিল।
ওই ম্যাচে বিজয়ী দল পরবর্তী ম্যাচ খেলবে ২৮ এপ্রিল। প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। সে জন্যই ভারতে ২৫ এপ্রিল আবাহনী ও ঈগলসের ম্যাচ আয়োজন নিয়েও কথা হচ্ছে। তবে ভারতে যদি খেলা সম্ভব না হয় তাহলে মালদ্বীপে হতে পারে এই প্লে অফ।
আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু সভা শেষে ভিডিও বার্তায় বলেছেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ২১ এপ্রিল নেপালে গিয়ে খেলা সম্ভব নয়। এখন ভারতে পরের ম্যাচ রয়েছে ২৮ এপ্রিল। তাই এএফসি বলেছে সেখানে ঈগলসের বিপক্ষে আগেই (২৫ এপ্রিল) ম্যাচ আয়োজন করা যায় কিনা। সেক্ষেত্রে দুটি ম্যাচই হতে পারে ভারতে। তবে আমরা বলেছি ভারতের ভিসা প্রসেসিং এখন বন্ধ রয়েছে। এখন বেঙ্গালুরুকে বিষয়টি দেখতে বলা হয়েছে। সেটি না হলে মালদ্বীপে খেলা আয়োজন করা যায় কিনা সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
এখন আগামী কয়েক দিনের মধ্যে এএফসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।