কন্ডিশনের কারণে সব সময় কঠিন পরিস্থিতিতে পড়তে হয় বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ডেই যেমন কন্ডিশনের সঙ্গে তাল মেলাতে না পেরে বাজেভাবে হেরেছে সবগুলো ম্যাচে! এবার শ্রীলঙ্কা সফরে রয়েছে তীব্র গরম। এই গরমের মধ্যেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের আগে ১৭ থেকে ১৮ এপ্রিল কাতুনায়েকেতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকছে যদিও। তাই এই ম্যাচ দিয়েই শ্রীলঙ্কার গরম কন্ডিশনে মানিয়ে নেওয়ার সুযোগ দেখছেন সাইফ হাসান।
তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষ করে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রথমদিন অনুশীলন শেষে সাইফ হাসান বলেছেন, ‘আমাদের সামনের অনুশীলন ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার এটাই সুযোগ। এছাড়া এই ম্যাচটা খেলে আমরা উইকেট সম্পর্কেও ধারনা পাবো। সব মিলিয়ে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যতগুলো সেশন পাবো, সবগুলোই আমাদের কাজে লাগাতে হবে।’
বেশ কিছুদিন ধরেই টেস্ট স্কোয়াডের নিয়মিত সদস্য সাইফ। যদিও মূল একাদশে সুযোগ পাচ্ছেন না তেমন। তার পরেও নিজেকে সব সময় প্রস্তুত করে রাখছেন এই ওপেনার। জানালেন সুযোগ পেলে শতভাগ দেওয়ার কথা, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যারা বাইরে ছিলাম, তাদের ভালোই প্রস্তুতি চলছিল। এছাড়া আমরা আয়ারল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। জাতীয় লিগ খেলে ভালো একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি। সবমিলিয়ে প্রস্তুতি ভালো। আশা করি সুযোগ মিললে, সেসব এখানে কাজে দেবে।’