ঝিনাইদহে পিকআপ ভর্তি আনারসের ভেতর রাখা সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর রাতে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো– ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের আব্দুর রব মোল্লার ছেলে সোহেল রানা এবং খাগড়াছড়ি জেলার গুইমারা গ্রামের আনার গাজীর ছেলে ইদ্রিস আলী।
সদর থানার ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পৌর এলাকার মহিষাকুণ্ডুতে খাগড়াছড়ি থেকে একটি পিকআপে আনারসের মাঝে গাঁজা আনা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল খায়ের শেখের নেতৃত্বে এসআই ইউসুফ আলী এবং এএস আই দেবাশীষসহ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপ ভর্তি আনারসের মাঝে রাখা সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।’