কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের দক্ষিণপাড়ার মাঠ থেকে মজির উদ্দিন (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকালে বাড়ির পাশের ওই মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মজির উদ্দিন বাগুলাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভড়ুয়াপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার হায়াত আলীর ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘শনিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মজির উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।