X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বাঁশখালীতে হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ এপ্রিল ২০২১, ২২:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০০:০৫

বাঁশখালীতে বিদুৎকেন্দ্রে শ্রমিক বিক্ষোভে গুলিতে পাঁচ শ্রমিক নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফ। ঘটনার পর শনিবার (১৭ এপ্রিল) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনটির নেতাকর্মীরা নিহত এবং আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বিএলএফ নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের সব ধরনের দাবি মেনে নেওয়ার কথা বলেন। এসময় শ্রমিকদের সব আন্দোলন ও সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করেন তারা। অবিলম্বে এই নির্মম ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানে জোর দাবি জানায় বিএলএফ নেতাকর্মীরা। অন্যথায় চট্টগ্রাম থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিএলএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএলএফের চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আনোয়ার হোসেন। বিএলএফের জেলা সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএলএফ মহানগর সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার তৌহিদ, মহানগর কমিটির লিগ্যাল অ্যাডভাইজার গোলাম মাওলা মুরাদ প্রমুখ।

এদিকে শ্রমিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউডব্লিউডিএফ), বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)। এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার সমন্বয়ক সাধারণ সম্পাদক কমরেড আল কাদেরী বাঁশখালীতে শ্রমিকদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।


আরও পড়ুন:

এস আলমের বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষ, ৫ জন নিহত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
বিদায়ী অর্থবছরে রফতানি আয় ৪৮ বিলিয়ন ডলার
আবারও কমলো এলপিজির দাম
আবারও কমলো এলপিজির দাম
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলিতে রাজি ইসরায়েল: ট্রাম্প
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি