X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

তারাবিতে মাত্র ৬ দিনে কোরআন খতম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ১৯:১২আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৯:২৪

পবিত্র রমজানের অন্যতম অনুষঙ্গ তারাবির নামাজ। বাংলাদেশের লাখ লাখ মসজিদে তারাবির নামাজে পবিত্র কুরআন শরীফ খতম করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শক্রমে অধিকাংশ মসজিদে কোরআন খতম হয় ২৭তম রোজায়। প্রতি বছর মসজিদ ছাড়াও বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় খতমে তারাবির। এরই অংশ হিসেবে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিপাড়াস্থ সাত্তার প্লাজায় মাত্র ৬ দিনে তারাবির নামাজে কুরআন খতম হয়েছে।

তারাবির ইমামতি করেছেন হাফেজ মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার শিক্ষক মুফতি ইমরানুল বারী সিরাজী এ তথ্য জানান।

ইমরানুল বারী জানান, গত ২৭ বছর ধরে কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিপাড়াস্থ সাত্তার প্লাজায় ৬ দিনে তারাবির নামাজে কুরআন খতম হয়েছে। ইমাম গোলাম মহিউদ্দিন ইকরাম একাই ৬ দিনে কুরআনুল কারিম তারাবির নামাজে খতম করেন। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এবছর লকডাউনের কারণে মার্কেট বন্ধ থাকায় কান্দিপাড়ার একটি নিরাপদ জায়গায় তিনি তারাবি পড়াচ্ছেন। আজ কোরআন খতম হবে।

ইমরানুল বারী বলেন, ‘কলেজ শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, আলেম ও জনসাধারণ মসজিদে স্বতঃস্ফূর্তভাবে নামাজে অংশগ্রহণ করেন।’

মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, ‘আল্লাহর রহমতে ২৭ বছর যাবত আমি একাই ৬ দিনে তারাবিতে পুরো কুরআনুল কারিম খতম করেছি। আল্লাহর অশেষ কৃপায় এবছর‌ও আজকের তারাবিতে কুরআনুল কারিমের এক খতম পূর্ণ হবে। আমি সবার কাছে দোয়া চাই যেন মৃত্যু পর্যন্ত এভাবে তারাবি পড়াতে পারি।’

উল্লেখ্য, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম রাজধানী ঢাকার কওমি শিক্ষা প্রতিষ্ঠানসহ ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। অনার্স ও মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন। রাজধানীর রামপুরাস্থ নতুনবাগে জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদরাসা নামে একটি কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করছেন তিনি।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়েই আসছে ঈদ
মাসব্যাপী সবার জন্য বিনামূল্যে ইফতার, প্রশংসায় ভাসছেন তারা
নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে: গোলাম পরওয়ার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক