X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ এপ্রিল ২০২১, ২০:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:৫৭

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কামরুজ্জামান ওরফে শুক্কর (৩৭) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে তাকে কারাগারে পাঠান আদালত।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জ্বর ও অসুস্থতা নিয়ে গত ১০ এপ্রিল শুক্করকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। পরে তাকে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকালে মারা যান।’

মৃত হাজতির শুক্কর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার দেওরা ভূঁইয়া এলাকার আব্দুর রহমান দুলালের ছেলে।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘বন্দর থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ২০ ফেব্রুয়ারি আদালত শুক্করকে কারাগারে পাঠান। গত ১০ এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে তাকে আমরা চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। ওইদিন তাকে হাসপাতালের ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে তার করোনা পরীক্ষা করা হয়। শনিবার করোনা রিপোর্টে শুক্কর করোনা পজিটিভ শনাক্ত হন। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

তিনি আরও বলেন, ‘শুক্কর আগে থেকে টিবি রোগে ভুগছিলেন। পাশাপাশি তার শরীরে জ্বর দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। আমাদের ধারণা, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে শুক্কর করোনা আক্রান্ত হয়েছেন।’ কারাগারের অন্য বন্দিরা সুস্থ আছেন বলে তিনি জানান।

 

/এমএএ/
সম্পর্কিত
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
আরও ৩৯ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া