X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিউ জিল্যান্ডের সঙ্গে ভ্রমণ উন্মুক্ত করলো অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৫:৫৬
image

এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া থেকে প্রথমবারের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে শুরু করেছে নিউ জিল্যান্ডের বাসিন্দারা। সোমবার ভ্রমণ উন্মুক্ত হওয়ার দিনে নিউ জিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দর ভরে ওঠে অশ্রুশিক্ত পুনর্মিলনে। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মধ্যে ‘ট্রাভেল বাবল’ চালু হওয়ার অর্থ হলো এই দুই দেশের মধ্যে ভ্রমণকারীদের আর কোয়ারেন্টিনে থাকার প্রয়োজন পড়বে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কঠোর বিধিনিষেধ অনুসরণের কারণেই মূলত করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। আর এই সাফল্যের সূত্রেই দুই দেশই নিজেদের মধ্যে ভ্রমণ অবাধ করতে সক্ষম হয়েছে।

নিউ জিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য মুখিয়ে থাকা অস্ট্রেলিয়ার বাসিন্দারা সোমবার বিমানবন্দরগুলোতে জড়ো হয়। বিমানে উঠতে অনেকেই সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে প্রস্তুত হতে শুরু করে।

সিডনি বিমানবন্দরে ডন ট্রাট নামে এক যাত্রী বলেন, ‘আমি জানি না আজ আমি কতোটা আবেগী পড়বো।‘ অনেকেই স্বজনদের সঙ্গে সাক্ষাতে উদগ্রীব হয়ে থাকলেও অন্যদের কাছে এটা আরও অনেক বেশি শোকের উপলক্ষ। সিডনিতে জন পালালাগি বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবার আমার বড় ভাই মারা গেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা কোয়ারেন্টিন ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছি, সেটা ভালো খুব ভালো।‘

নিরালি জোহাল নামে অপর এক যাত্রী জানান তিনি দুই বছরেরও বেশি সময় পর নিজের সঙ্গীকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গত রাতে আমি ঘুমাতে পারিনি। দেখা হতে চলেছে আর আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবো তাতেই আমরা খুশি।‘

গত বছরের মার্চ মাসে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে। গত অক্টোবর থেকে নিউ জিল্যান্ডের বেশিরভাগ ভ্রমণকারী কোয়ারেন্টিন ছাড়াই অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যে প্রবেশ করতে পারছিলো।

‘ট্রাভেল বাবল’র নিয়ম অনুযায়ী যাত্রীদের ভ্রমণের আগে অন্তত ১৪দিন অস্ট্রেলিয়া কিংবা নিউ জিল্যান্ডে কাটাতে হবে। করোনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমানরা, কিংবা করোনার লক্ষণ থাকলেও তারা ভ্রমণ করতে পারবেন না।

/জেজে/
সম্পর্কিত
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার
অভিবাসন সংকট: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করলো অস্ট্রেলিয়া
প্রথম রোজার তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি