X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বেনজেমার নৈপুণ্যে রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ০৪:১১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:১১

গেটাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে করিম বেনজেমা তেমন কিছু করতে পারেননি। ছিলেন নিজের ছায়া হয়ে। দলও সেই ম্যাচ জিততে পারেনি। করতে হয়েছে ড্র। তবে কাদিজের বিপক্ষে জ্বলে উঠলেন এই ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। দেখালেন নিজের ঝলক। নিজে গোল করেছেন। আবার করিয়েছেনও। বেনজেমার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে।

এই জয়ে জিনেদিন জিদানের দল লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এসেছে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের সংগ্রহে। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও সমান। তবে হেড টু হেডে রিয়াল এগিয়ে রয়েছে। আর লিওনেল মেসির বার্সেলোনা দুই ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। সেভিয়া ৩২ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

বুধবার কাদিজের মাঠে রিয়াল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথম লেগে হারের ব্যাথা বুঝি বেশ তাতিয়ে দিয়েছিল। তাইতো বল দখলের লড়াইয়ে ৬২ ভাগ এগিয়ে থেকে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এই ম্যাচে লুকা মদরিচ চোটের কারণে নেই। তবে ফিরেছেন দানি কারভাহাল, রাফায়েল ভারানে, নাচো ফের্নান্দেস ও কাসেমিরো। তাতেই রিয়াল আগ্রাসি ভূমিকায়।

বলতে গেলে ১০ মিনিটের ঝড়ে কাদিজ এলোমেলো হয়ে পড়ে। প্রথম গোল পেয়েছে রিয়াল ৩০ মিনিটে। ভিনিসিয়ুসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। করিম বেনজেমার সেটপিস থেকে গোল করতে কোনও সমস্যাই হয়নি।

দুই মিনিট পর স্কোরলাইন হয় ২-০। এবার বেনজেমা এসিস্টের ভূমিকায়। তারই বা প্রান্ত থেকে নেওয়া ক্রসে অড্রিয়োজোলা হেডে লক্ষ্যভেদ করেন।

৩৭ মিনিটে বেনজেমার হেড থেকে কাসেমিরো শট নিলেও ক্রস বারের একটু ওপর দিয়ে যায়। তবে ৪০ মিনিটে বেনজেমা নিজেই দ্বিতীয় গোলের দেখা পেলেন। কাসেমিরোর ক্রসে বেনজেমা হেডে ৩-০ ব্যবধান রেখে কাদিজকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেন।

বিরতির পরও রিয়াল আক্রমণ করে গেছে। কিন্তু এই অর্ধে আর গোল পাওয়া হয়নি তাদের। ৫২ মিনিটে বেনজেমা হ্যাটট্রিক পেলেও পেতে পারতেন। কিন্তু তার নেওয়া ফ্রিকিক ক্রস বারের ওপর দিয়ে যায়। এছাড়া কাদিজের পোস্টে আর গোল করা সম্ভব হয়নি জিনেদিন জিদানের। কাদিজ মাঝে মধ্যে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি।

জিতেছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে লিডস ইউনাইটেডের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। তবে বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে। পেপ গার্দিওয়াল দল ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে তারা। এই ম্যাচে দুইদলের একজন করে ডিফেন্ডার লাল কার্ড দেখেছেন।

এই জয়ে লিগ পুনরুদ্ধারের মিশনে ১১ পয়েন্ট এগিয়ে রইলো ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

জুভেন্টাসও জয়ের ধারায়

এছাড়া সিরি ‘আ’ তে জুভেন্টাসও জয়ের ধারায় ফিরেছে। আগের ম্যাচে আতলান্টার কাছে হারলেও এদিন অবশ্য পার্মার বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় পেয়েছে।

৩২ ম্যাচে  জুভেন্টাসের পয়েন্ট ৬৫। পয়েন্ট তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। স্পেৎসিয়ার বিপক্ষে অবশ্য ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দলটি আছে দুইয়ে।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
চাপকে উপভোগ করে ম্যানসিটি: গার্দিওলা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী