X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রী দোকান কর্মীকে চড় মারায় ক্ষমা চাইলেন রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ২২:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৫০
image

দোকান কর্মীর সঙ্গে স্ত্রীর অগ্রহণযোগ্য আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বেলজিয়ামের রাষ্ট্রদূত। সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পিটার লেশাওয়ারের স্ত্রী জিয়াং জুয়েকিউ সিউলের এক দোকানের সহকারীকে চড় মারছেন। তিনি দোকান থেকে নিজের কোনও কাপড় নিয়ে যাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই কর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিউলের বেলজিয়াম দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূতের স্ত্রী জিয়াং জুয়েকিউ (৬৩) স্ট্রোক থেকে সুস্থ হতে বর্তমানে হাসপাতালে রয়েছেন। তিনি সক্ষম হয়ে উঠলেই পুলিশি তদন্তে সহায়তা করবেন বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে।

গত ৯ এপ্রিল সিউলের ইয়োনসান-জু এলাকার একটি কাপড়ের দোকানে ওই চড় মারার ঘটনা ঘটে। দোকানে গিয়েছিলেন জিয়াং জুয়েকিউ। দোকান থেকে বের হওয়ার আগে দেড় ঘণ্টা ধরে তিনি পোশাক পছন্দ করছিলেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম।

জিয়াং জুয়েকিউ পরে থাকা একটি পোশাক দোকানের কিনা তা খতিয়ে দেখতে চেয়েছিলেন ওই দোকান কর্মী। তবে পোশাকটি ছিলো তার নিজের। সিসিটিভির ফুটেজে দেখা গেছে, দোকান কর্মীর বাধা পেয়ে তাকে ঠেলে দোকানের ভিতরে নিয়ে আসেন রাষ্ট্রদূতের স্ত্রী। পরে তাকে আবারও ধাক্কা দিয়ে চড় বসিয়ে দেন তিনি। পরে আরেক কর্মী এগিয়ে আসলে তাকেও চড় দেন তিনি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের কাছে দ্বিতীয় ওই কর্মী বলেন, ‘আমাকে যখন মারা হয় তখন আমি জানতাম না ওই নারী কে, কিন্তু তাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো আর কোনও অনুশোচনা দেখা যাচ্ছিলো না।‘

বেলজিয়াম দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনার জন্য রাষ্ট্রদূত  পিটার লেশাওয়ার আন্তরিকভাবে দুঃখিত এবং তার স্ত্রীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে চান। বিবৃতিতে বলা হয়েছে, ‘যে পরিস্থিতিই হোক না কেন, যেভাবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন তা অগ্রহণযোগ্য।‘

বিবৃতিতে জানানো হয়েছে, গত সপ্তাহের শুরুতে স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন জিয়াং জুয়েকিউ। চিকিৎসাধীন থাকায় তিনি পুলিশি তদন্তে সাড়া দিতে পারছেন না। বিবৃতিতে বলা হয়, ‘আশা করছি দ্রুত তার স্বাস্থ্যের উন্নতি হবে, ফলে তিনি পুলিশি তদন্তে সহায়তা করতে পারবেন আর আমরা সকলেই এই দুঃকজনক ঘটনাকে পেছনে ফেলতে পারবো।‘

বিচার এড়াতে জিয়াং জুয়েকিউ কূটনৈতিক দায়মুক্তি ব্যবহার করতে পারেন এমন সম্ভাবনা থেকে দক্ষিণ কোরিয়ায় ক্ষোভ তৈরি হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা