X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পুতিনবিরোধী নাভালনির মৃত্যুর আশঙ্কা, অনশন ভাঙার আহ্বান ডাক্তারদের

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১৬:১১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:১১
image

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে অনতিবিলম্বে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন তার চিকিৎসকেরা। তা না হলে তিনি মারা যেতে পারেন বলে সতর্ক করেছেন তারা। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একজন সুপরিচিত বিরোধী নেতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে আছেন। তিনি ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে অনশনে যান।

বিষক্রিয়ার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নাভালনির পরিবার, চিকিৎসক, আইনজীবী ও সহযোগীরা বেশ কিছুদিন ধরে বলে আসছেন, তার স্বাস্থ্যের অবস্থা ভালো নয়।  যে কোনও সময় তিনি মারা যেতে পারেন। নাভালনির স্বাস্থ্য নিয়ে দেশ-বিদেশে উদ্বেগের প্রেক্ষাপটে তাকে গত সোমবার একটি কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর তার পাঁচজন চিকিৎসক এক বিবৃতিতে তাকে অনশন ভাঙতে বলেছেন।

পাঁচ চিকিৎসকের বিবৃতিটি বৃহস্পতিবার মিডিয়াজোনা নামের রাশিয়ার একটি স্বাধীন সংবাদ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিবৃতিতে চিকিৎসকেরা বলেন, ২০ এপ্রিল নাভালনির যেসব স্বাস্থ্যগত পরীক্ষা (মেডিকেল টেস্ট) হয়েছে, তার ফল দেখার সুযোগ তাদের হয়েছে। পরীক্ষার সেই ফলের ভিত্তিতে পাঁচ চিকিৎসক বলেন, যদি সামান্য সময়ের জন্যও নাভালনির অনশন অব্যাহত থাকে, তাহলে দুঃখজনকভাবে তিনি শিগগিরই মারা যেতে পারেন।

চিকিৎসকদের এই বিবৃতি নিয়ে ক্রেমলিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।নাভালনি কারাগারে যাওয়ার আগে ওই চিকিৎসকেরা তার চিকিৎসা করেছিলেন। এখন পর্যন্ত এই চিকিৎসকদের কারাগারে নাভালনির সঙ্গে দেখার অনুমতি দেয়নি রুশ কর্তৃপক্ষ।

রাজধানী মস্কোর পূর্বের ভ্লাদিমির অঞ্চলের একটি হাসপাতালে নাভালনির স্বাস্থ্যগত পরীক্ষাগুলো করা হয়। এই পরীক্ষা ও তার ফলাফলকে মোটামুটি স্বাধীন হিসেবে বর্ণনা করেছেন নাভালনির চিকিৎসকেরা। তারা বলছেন, নাভালনির মেডিকেল টেস্টের ফলাফলের ভিত্তিতেই একটি উপসংহারে এসেছেন।

চিকিৎসকেরা সতর্ক করে বলেন, নাভালনির কিডনি ও স্নায়ুব্যবস্থার (নার্ভ সিস্টেম) যে সমস্যা, তাতে তিনি আর অল্প সময়ও অনশন চালালে মারা যেতে পারেন। জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য নাভালনিকে অনতিবিলম্বে অনশন থামানো উচিত বলে বিবৃতিতে উল্লেখ করেন চিকিৎসকেরা।

গত বছরের আগস্টে হত্যার চেষ্টা করা হয় নাভালনিকে। সে সময় তিনি সাইবেরিয়ার টমসক শহর থেকে উড়োজাহাজে করে মস্কোয় ফিরছিলেন। যাত্রাপথে উড়োজাহাজেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বহনকারী উড়োজাহাজ সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি ধীরে ধীরে সেরে ওঠেন।

বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে গত সেপ্টেম্বরে জার্মানি দাবি করে, নাভালনিকে রাশিয়ান নার্ভ এজেন্ট 'নোভিচক' প্রয়োগ করা হয়েছিল। পরে অন্য দেশের বিশেষজ্ঞরাও একই কথা বলেন। বিষ প্রয়োগের জন্য সরাসরি পুতিনকে দায়ী করেন নাভালনি। তবে পুতিন এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বানে ক্রেমলিন কর্ণপাত করেনি।

ক্রেমলিনের হুমকি উপেক্ষা করে গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে দেশে ফেরেন নাভালনি। বিমানবন্দরেই তাকে গ্রেফতার করা হয়। অর্থ আত্মসাতের পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে নাভালনিকে কারাদণ্ড দেওয়া হয়। এই দণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন নাভালনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না