X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যাখ্যা দিয়েছেন মির্জা আব্বাস

সালমান তারেক শাকিল
২৬ এপ্রিল ২০২১, ১৯:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৯:৩৫

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম প্রসঙ্গে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (২৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠিটি পাঠানো হয়। বিএনপির নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

বিএনপি দফতরের সূত্রে জানা গেছে, রবিবার বিকালে দফতরের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কাছে চিঠি পাঠান মির্জা আব্বাস। এরপর প্রিন্স চিঠিটি দলের মহাসচিবের কাছে পাঠান। সোমবার সন্ধ্যায় এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বিকাল সোয়া ৪টার দিকে মির্জা আব্বাস সাহেবের চিঠি দলের মহাসচিবের কাছে পৌঁছানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা তো আমার আর দলের মধ্যকার বিষয়। বাইরের বিষয় না। যে কারণে আমি কোনও মন্তব্য করতে পারছি না।’

গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজের নবম বছর উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, ‘যারা ইলিয়াসকে গুম করেছে, আমি জানি, আওয়ামী লীগ সরকার গুম করে নাই। কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি জানতে চাই। এই সরকারের কাছে আমি এটা জানতে চাই।’

১৭ এপ্রিল ভার্চুয়ালি বক্তব্যের পর ১৮ এপ্রিল সাংবাদিকদের ডেকে নিয়ে মির্জা আব্বাস নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেও বিএনপির হাইকমান্ড তাতে সন্তুষ্ট হননি। বরং বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেদিনের বক্তব্যের তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে চিঠি পাঠানো হয় মির্জা আব্বাসের কাছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, মির্জা আব্বাস স্বাভাবিক পদ্ধতি অবলম্বন করে চিঠির জবাব দিয়েছেন। দলের নেতৃত্ব তার কাছে যে বিষয়টি আশা করেছেন, তিনি সে প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।

সূত্রের ভাষ্য, মির্জা আব্বাসের বক্তব্যের পর দেশে-বিদেশে যে প্রতিক্রিয়া হয়েছে, সে কারণেই দলীয়ভাবে তার অবস্থান স্পষ্ট করা প্রয়োজন ছিল। আর সে প্রয়োজনটিও তার চিঠির উত্তরের মাধ্যমে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সর্বশেষ গত শনিবার স্থায়ী কমিটির বৈঠকেও তিনি অংশগ্রহণ করেন। ফলে দলের নেতৃত্বের সঙ্গে তার বক্তব্যের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান ঘটেছে বলে মনে করে সূত্রটি।

এ বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য সোমবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি নিয়ে মির্জা আব্বাস চার নেতাকে টার্গেট করেছেন। দলে নিজের ঘরানায় এই চার নেতাকে নিয়ে নানা উক্তিও করেছেন। ফলে এটা নিয়ে আর বলার কিছু নেই। বিষয়টি আর ফলো করছি না। এটা নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত বিষয়।’

আরও পড়ুন-

মির্জা আব্বাসের ব্যাখ্যার অপেক্ষায় বিএনপি

মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি

‘মির্জা আব্বাস ইউটার্ন নিতে শেখে নাই’

গণমাধ্যমের ওপরে দায় চাপালেন মির্জা আব্বাস

ইলিয়াস আলীকে সরকার গুম করেনি: মির্জা আব্বাস

ছয় ঘণ্টার ব্যবধানে মির্জা আব্বাসের সুর বদল

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ইকবাল হাসান টুকুর বাসায় মির্জা ফখরুল ও আব্বাস
বিএনপি পরোক্ষভাবে এখনও বন্দি: মির্জা আব্বাস
খালি পেটে বরই খেলে কী হয় মন্ত্রী জানেন না: মির্জা আব্বাস
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা