X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঈদে সড়কের ভোগান্তি কমাতে উন্নয়ন কাজ দ্রুত শেষ করার তাগিদ

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ মে ২০২১, ১৫:৫৭আপডেট : ০৩ মে ২০২১, ১৫:৫৭

সড়কের বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ময়মনসিংহ-জামালপুর মহাসড়কসহ ময়মনসিংহ জোনের বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের ধীর গতির কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে সড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে হবে।

সোমবার (৩ মে) দুপুরে সড়ক ও জনপথ অধিদফতর ময়মনসিংহ জোনের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি ও রক্ষণাবেক্ষণ পর্যালোচনা বিষয়ে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

এসসময় করোনা মহামারি ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়া অনুদানের অর্থ নিয়ে দুর্নীতি ও অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, অসহায় মানুষের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না। এরসঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতবারও করোনাকালে গরিবদের দেওয়া প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে আইননগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি কখনই তাদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু শেখ হাসিনার সরকার দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেয় না এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। বিএনপি হলো দুর্নীতির ধারক ও বাহক।

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্বপালনের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তাদের ভালো কাজের জন্য পুরস্কার এবং খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। নিষ্ঠার সঙ্গে যার যার দায়িত্ব পালন করে সরকারকে সহায়তা করার আহবান জানান তিনি।

ময়মনসিংহ জোন সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মইনুল হাসান বৈঠকটি সঞ্চালনা করেন।

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ৮ কিলোমিটার যানবাহনের ধীরগতি
ফিরতি যাত্রায়ও ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন