X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বিআরটিসি’র জন্য টাকা চাইতেও লজ্জা লাগে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২১, ১৭:১১আপডেট : ০৩ মে ২০২১, ১৭:৪৮

স্মার্ট কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দ্রুত ড্রাইভিং লাইসেন্স সরবরাহের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এজন্য তিনি কার্ড সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিতে বলেছেন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসিকে উদ্দেশ করে তিনি বলেন, এত গাড়ি থাকার পরেও বিআরটিসির কেন লোকসান হয়, এটি দেখতে হবে। বিআরটিসি'র জন্য টাকা চাইতেও লজ্জা লাগে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার (৩ মে) ময়মনসিংহ সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

কার্ড স্বল্পতার কারণে দীর্ঘদিন ড্রাইভিং লাইসেন্স সরবরাহ বন্ধ থাকার প্রসঙ্গ টেনে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘কার্ড সংগ্রহ করে ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করা জরুরি। বিআরটিএ-কে ধাপে ধাপে হলেও কার্ড সরবরাহ করতে হবে। বিষয়টি এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য লেখালেখিও হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। যে প্রতিষ্ঠান কার্ড সরবরাহ করছে, তারা যেন দ্রুত তা করে। প্রয়োজনে এ ব্যাপারে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলতে হবে।’

তিনি বলেন, ‘দালাল চক্র থেকে বিআরটিএ-কে মুক্ত করতে হবে। কাজে স্বচ্ছতা আনতে হবে।’

কর্মকর্তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘নির্মাণকাজের এক বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও নবীনগর-চন্দ্রার রাস্তা নষ্ট হয়ে গেছে। এ রকম রাস্তা করার চেয়ে না করাই ভালো। নকশার ত্রুটিগুলো আমাদের দেখা উচিত, এটা কিন্তু যথাযথভাবে দেখা হচ্ছে না। নকশার ত্রুটির কারণে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ আসছে।’

তিনি বলেন, ‘যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনও ঠিকাদার নির্মাণকাজে দেরি করলে কার্যাদেশ বাতিল করুন। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।’

বিআরটিসিজন্য টাকা চাইতে লজ্জা লাগে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসিকে উদ্দেশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘বিআরটিসিকে লোকসানি প্রতিষ্ঠানের ধারা থেকে বেরিয়ে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। এত গাড়ি থাকার পরেও বিআরটিসির কেন লোকসান হয়, এটি দেখতে হবে। সরকারকে বারবার ভর্তুকি দিতে হয়। একটি লোকসানি প্রতিষ্ঠানকে বারবার শুধু টাকা দেওয়া। বিআরটিসির জন্য টাকা চাইতেও লজ্জা লাগে। এত গাড়ি হলো. তারপরও বিআরটিসির লাভজনক ধারায় ফিরে আসা অধরা রয়ে গেলো।’

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যার যার দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আমরা ভালো কাজে পুরস্কার দেবো। খারাপ কাজে তিরস্কারও পেতে হবে।’

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি