X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গ দখলের চেষ্টায় ভারতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছেন মোদি: মমতা

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৭:১৭আপডেট : ০৮ মে ২০২১, ১৭:১৭

ভারতের বর্তমান করোনা সংকট বিগত ছয় মাস ধরে ভারতের কেন্দ্রীয় সরকার ও নেতাদের কোনও কাজ না করার ফলাফল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, এই সময় ধরে কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা পশ্চিমবঙ্গ দখল করতে প্রতিদিন রাজ্যটি সফরে ব্যস্ত ছিলেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন বিজেপি নির্বাচনে হেরে সহিংসতায় উস্কানি দিচ্ছে।

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন কমিশন যদি সরাসরি সহায়তা না করতো তাহলে তারা (বিজেপি) ৩০টি আসনও জিততে পারতো না। এই নির্বাচনে কয়েকটি স্থানে নির্বাচন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে জালিয়াতি হয়েছে।’ তিনি বলেন, ‘তারা এখন মানুষের রায় মেনে নিতে পারছে না আর ভুয়া ভিডিও পোস্ট করে সহিংসতায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে।’

সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু সদস্য আরটি-পিসিআর টেস্ট করাননি। তারাই পশ্চিমবঙ্গে করোনা ছোড়ানোয় ভূমিকা রেখেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ছয় মাসে কেন্দ্রীয় সরকার কোনও কাজ করেনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ডবল-ইঞ্জিন সরকার গঠন করতে গিয়ে তারা ভারতকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত ছয় মাসে কেন্দ্রীয় সরকার কোনও কাজ করেনি আর তারা সবাই প্রতিদিন বাংলা দখল করতে এসেছে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা নিয়মিতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রচার চালিয়েছেন। আর দলটির শীর্ষ নেতারাও রাজ্যটিতে নিয়মিত উপস্থিত থেকেছেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক