X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চিহ্নহীন হয়ে গেছে

অহ নওরোজ
০৮ মে ২০২১, ২৩:১৬আপডেট : ০৮ মে ২০২১, ২৩:১৬

আত্মার ত্বকের নিচে কেবল ডহর

কোনো এক সাদা মেঘে গভীর ডহর
মুকুরিত জলে কাঁপে যেন অবিরাম।
পরিচিত সাদা দিনে কখনো নিশ্চুপ
মধ্যদিনে সন্ধ্যা নামে কখনো আবার।

কুহক রেলিঙে তবু যেন পাক খাই—
কেবল স্মৃতিরা দূরে, আরামে ঘুমিয়ে
চমক প্রস্তুত করে। গোলক ধাঁধারা
কণ্ঠস্বরে ছেটে ফ্যালে পেরুবার পথ।

আত্মার ত্বকের ঘন নিচে আহত গহিন এক
ডহর কেবল পাখিদের ‘পরে ভাসে ভরা স্বরে।


গ্রহণের পাশে পাশে

পৃথিবীর গায়ে আজ রৌদ্র বেঁকে হেমন্ত নেমেছে
ক্রমাগত নিঝুম আলোয় সরুপথ খুঁজে খুঁজে
মৌসুমের ফসলেরা ফসফরাসের থেকে বেশি
উজ্জ্বল নিঃশব্দে গোল হয়ে রাত্রিহীন সমুদ্রের
লাল উষ্ণতায় ভেসে ভেসে অতি দ্রুত চলে গেছে
মানুষের হাতের শহরে। তারপর অতিধীরে
সভ্যতা গড়েছে কালকের। উড়ুক্কু মাছের মতো
সবুজের দেশ পিছে ফেলে জল ছেড়ে ক্রমাগত
হলুদ নগরে ফেঁসে গেছে। তারা যেন কিছু চায়—
শহরে সেলাই করা সবুজ মানুষ কী যে চায়—
ভেবে ভেবে বুকের দুপাশে যেন নিহত হয়েছে।

অথচ তাদের মনে ঘন অবসাদ বেঁচে আছে।
অথচ তাদের মুখে পুরাতন পলি লেগে আছে।

সকল স্তব্ধতা আজ শুধু গ্রহণের পাশে পাশে
মহাকায় গহ্বরের দিকে চিহ্নহীন হয়ে গেছে,
হাওয়ার উত্তাপে কেবল হলুদাভ তটভূমি
প্রসারিত হয়েছে নিজেই; আর রাতে যতবার
নীলাভ অমাবস্যায় আগুনের ফোয়ারার মতো
উষ্ণ নক্ষত্র জ্বলেছে—আস্বাদে ভরেছে মানুষের
লাল-বাদামি হৃদয়—তারা যে জীবন চেয়েছিল
তাতে যেন এসে গেছে জলময় দিনরাত।

দূরে দীর্ঘবন্দরের ঝলমল মাস্তুলের গায়ে
এখনো আলোর রেখা কণ্ঠস্বরে তবু খাবি খায়।

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!