বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে বজ্রপাতে কালু মুন্সি (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার (৯ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কালু পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জালিশা গ্রামের মমিন উদ্দিন মুন্সির ছেলে।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালু বরিশাল থেকে পেয়ারপুর বাজার হয়ে দুমকি বাড়িতে ফিরছিলেন। পেয়ারপুর বাজারে আসলে বৃষ্টি নামায় কালু একটি দোকানে আশ্রয় নিতে যান। সেখানে আরও লোক থাকায় পার্শ্ববর্তী রেইনট্রি গাছের নিচে গিয়ে দাঁড়ান।
হঠাৎ রেইনট্রি গাছের ওপর বজ্রপাত পড়লে গাছের নিচে দাঁড়িয়ে থাকা কালুর মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দোকানে থাকা আরও কয়েকজন আহত হন। অন্যদিকে বজ্রপাতের কারণে রেইনট্রি গাছটির মাঝখান থেকে চিড় ধরে।
ওসি আরও জানান, পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এরপর তারা কালুর পরিবারের সদস্যদের খবর দেন। বিকেলে পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।