X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সুজন বলছেন, ব্যর্থতার দায় সব ডমিঙ্গোর নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২০:২৩আপডেট : ১০ মে ২০২১, ২০:২৩

বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দিকে আঙুল উঠেছে। কেননা তার অধীনে বাংলাদেশ দল উল্লেখযোগ্য কোনও সাফল্য পায়নি। দক্ষিণ আফ্রিকান কোচের কাজ নিয়ে প্রশ্ন উঠলেও পাশে পাচ্ছেন শ্রীলঙ্কা সফরের দলনেতা খালেদ মাহমুদ সুজনকে। তার মতে, সাম্প্রতিক ব্যর্থতার দায় কোনোমতেই ডমিঙ্গোর একার নয়।

সামনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতি হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ঐচ্ছিক অনুশীলন। এক ফাঁকে সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে (ডমিঙ্গো) জেতার জন্য মরিয়া। একটা কোচ তো জিততে চায়, সে চাইবে যত ভালো ফল সে এনে দিতে পারে। সে চেষ্টা করছে, কিন্তু হয়তো তার দুর্ভাগ্য, হচ্ছে না। তবে আমি বলবো তার তত্ত্বাবধানে অনুশীলন খারাপ হচ্ছে না। হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, হয়তো পরিকল্পনাতেও কিছু ভুল আছে।’

নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ৬ ম্যাচের সবক’টিতে হেরে যাওয়ার পরই মূলত ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু। সুজন অবশ্য ডমিঙ্গোর থাকা কিংবা না থাকা নিয়ে আলোচনায় গেলেন না, ‘আমি জানি না কতদিন সে থাকবে, এটা তো আসলে বোর্ডের ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলাটা একদমই অনুচিত। কারণ ওর সঙ্গে তো বোর্ডের একটা চুক্তি আছে।’

ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি নিশ্চিতভাবেই সুজনের কাছ থেকে তথ্য নেবে। তবে সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের কোচের ব্যাপারে যে ইতিবাচক, সেটি তার এই কথাতে স্পষ্ট, ‘আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি, আমি বলবো সে কাজ করে, সে ছেলেদের উৎসাহী করে। অনেক সময় পরিকল্পনার সঠিক প্রয়োগ হয়, অনেক সময় হয় না। সেটা দিয়ে আপনি তো তাকে দোষ দিতেও পারেন না। সুতরাং আমি দোষাদোষীতে যেতে চাই না। অতীত ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের সিরিজটা গুরত্বপূর্ণ, এরপর জিম্বাবুয়ে সফর আছে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা