X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সুজন বলছেন, ব্যর্থতার দায় সব ডমিঙ্গোর নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ২০:২৩আপডেট : ১০ মে ২০২১, ২০:২৩

বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতায় প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর দিকে আঙুল উঠেছে। কেননা তার অধীনে বাংলাদেশ দল উল্লেখযোগ্য কোনও সাফল্য পায়নি। দক্ষিণ আফ্রিকান কোচের কাজ নিয়ে প্রশ্ন উঠলেও পাশে পাচ্ছেন শ্রীলঙ্কা সফরের দলনেতা খালেদ মাহমুদ সুজনকে। তার মতে, সাম্প্রতিক ব্যর্থতার দায় কোনোমতেই ডমিঙ্গোর একার নয়।

সামনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতি হিসেবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে ঐচ্ছিক অনুশীলন। এক ফাঁকে সুজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সে (ডমিঙ্গো) জেতার জন্য মরিয়া। একটা কোচ তো জিততে চায়, সে চাইবে যত ভালো ফল সে এনে দিতে পারে। সে চেষ্টা করছে, কিন্তু হয়তো তার দুর্ভাগ্য, হচ্ছে না। তবে আমি বলবো তার তত্ত্বাবধানে অনুশীলন খারাপ হচ্ছে না। হয়তো আমাদের কিছু ভুল হচ্ছে, হয়তো পরিকল্পনাতেও কিছু ভুল আছে।’

নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের ৬ ম্যাচের সবক’টিতে হেরে যাওয়ার পরই মূলত ডমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু। সুজন অবশ্য ডমিঙ্গোর থাকা কিংবা না থাকা নিয়ে আলোচনায় গেলেন না, ‘আমি জানি না কতদিন সে থাকবে, এটা তো আসলে বোর্ডের ব্যাপার। এটা নিয়ে আমার কথা বলাটা একদমই অনুচিত। কারণ ওর সঙ্গে তো বোর্ডের একটা চুক্তি আছে।’

ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি নিশ্চিতভাবেই সুজনের কাছ থেকে তথ্য নেবে। তবে সাবেক এই ক্রিকেটার বাংলাদেশের কোচের ব্যাপারে যে ইতিবাচক, সেটি তার এই কথাতে স্পষ্ট, ‘আমি যতটুকু ওকে কাছ থেকে দেখেছি, আমি বলবো সে কাজ করে, সে ছেলেদের উৎসাহী করে। অনেক সময় পরিকল্পনার সঠিক প্রয়োগ হয়, অনেক সময় হয় না। সেটা দিয়ে আপনি তো তাকে দোষ দিতেও পারেন না। সুতরাং আমি দোষাদোষীতে যেতে চাই না। অতীত ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের সিরিজটা গুরত্বপূর্ণ, এরপর জিম্বাবুয়ে সফর আছে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া