X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের পালিয়ে যাওয়া সাংবাদিকদের ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ১১:১৯আপডেট : ১১ মে ২০২১, ১১:১৯
image

সামরিক অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়ার মিয়ানমারের তিন সাংবাদিক ও দুই অ্যাক্টিভিস্টের বিচার শুরু করেছে থাইল্যান্ড। তাদের বিরুদ্ধে অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের মিয়ানমারের জান্তা সরকারের হাতে তুলে দেওয়া হবে। তবে মিয়ানমারে জীবনের শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন এসব সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে বহু সাংবাদিক আটক হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে সাড়ে সাতশ’র বেশি মানুষ। এছাড়াও আটক হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। হেফাজতে থাকা বহু মানুষকে নির্যাতনের একাধিক খবরও সামনে এসেছে।

মিয়ানমার থেকে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া পাঁচ জনের গ্রুপটির সদস্যদের নাম এখনও প্রকাশ করেনি দেশটির কর্তৃপক্ষ। গত রবিবার তাদের চিয়াং মাই শহর থেকে আটক করে থাই পুলিশ। গ্রুপটির তিন সাংবাদিক মিয়ানমারের সুপরিচিত সম্প্রচারমাধ্যম ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মায় (ডিভিবি) কর্মরত। আর বাকি দুই জন অ্যাক্টিভিস্ট।

থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ প্রমাণিত হলে তাদের তাৎক্ষণিকভাবে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। অন্য বহু সংবাদমাধ্যমের মতো মিয়ানমারের অভ্যন্তরে নিষিদ্ধ রয়েছে ডিভিবি। সম্প্রচারমাধ্যমটির এক বিবৃতিতে ওই তিন সাংবাদিককে মিয়ানমারে ফেরত না পাঠানোর জোরালো আহ্বান জানানো হয়েছে। থাইল্যান্ডে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে তারা। থাইল্যান্ডের ফরেন কোরেসপন্ডেন্ট ক্লাবও ওই পাঁচজনকে দেশটিতে বসবাসের অধিকার দেওয়ার দাবি জানিয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ