X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘অচিরেই খালেদা জিয়াকে বিদেশ যেতে দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:৪৮আপডেট : ১১ মে ২০২১, ২২:২৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আইনের যে ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, বিশেষ বিবেচনায় সেই ধারাতেই চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারেন। তিনি বলেন, আশা করবো সরকার এ ব্যাপারে আর পানি ঘোলা না করে অচিরেই তার বিদেশযাত্রার সুযোগ নিশ্চিত করবে।

মঙ্গলবার (১১ মে) বিকালে অনুষ্ঠিত দলের রাজনৈতিক পরিষদের বৈঠকে এসব কথা বলেন সাইফুল হক।

রাজনৈতিক পরিষদ মনে করে, সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক হিসাব-নিকাশের দৃষ্টিতে না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন। প্রস্তাবে গুরুতর শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে জামিন দিয়ে তার পছন্দ অনুযায়ী দেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সাইফুল হক জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিংয়ে করোনা পরিস্থিতি, মানুষের ঈদযাত্রাসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। রাজনৈতিক পরিষদের মিটিংয়ে গৃহীত এক প্রস্তাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা ও উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দলের প্রস্তাবে বলা হয়, এবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে বারবার মানবিকতার কথা বললেও সরকার কেন এই অবস্থান থেকে সরে এলো দেশবাসীর কাছে তা বোধগম্য নয়। প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের আমলেই সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের উদাহরণ রয়েছে। দেশে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিদেশেও চিকিৎসার নজির রয়েছে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই অনলাইন মিটিংয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল।

/এসটিএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না