X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘অচিরেই খালেদা জিয়াকে বিদেশ যেতে দিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৮:৪৮আপডেট : ১১ মে ২০২১, ২২:২৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আইনের যে ধারায় খালেদা জিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে, বিশেষ বিবেচনায় সেই ধারাতেই চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারেন। তিনি বলেন, আশা করবো সরকার এ ব্যাপারে আর পানি ঘোলা না করে অচিরেই তার বিদেশযাত্রার সুযোগ নিশ্চিত করবে।

মঙ্গলবার (১১ মে) বিকালে অনুষ্ঠিত দলের রাজনৈতিক পরিষদের বৈঠকে এসব কথা বলেন সাইফুল হক।

রাজনৈতিক পরিষদ মনে করে, সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক হিসাব-নিকাশের দৃষ্টিতে না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন। প্রস্তাবে গুরুতর শারীরিক অবস্থায় খালেদা জিয়াকে জামিন দিয়ে তার পছন্দ অনুযায়ী দেশে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সাইফুল হক জানান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিংয়ে করোনা পরিস্থিতি, মানুষের ঈদযাত্রাসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। রাজনৈতিক পরিষদের মিটিংয়ে গৃহীত এক প্রস্তাবে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা ও উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

দলের প্রস্তাবে বলা হয়, এবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে বারবার মানবিকতার কথা বললেও সরকার কেন এই অবস্থান থেকে সরে এলো দেশবাসীর কাছে তা বোধগম্য নয়। প্রস্তাবে উল্লেখ করা হয়, বর্তমান সরকারের আমলেই সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের উদাহরণ রয়েছে। দেশে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিদেশেও চিকিৎসার নজির রয়েছে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এই অনলাইন মিটিংয়ে বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল।

/এসটিএস/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক