X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থেমে থাকা মাইক্রোবাসে অপর মাইক্রোবাসের ধাক্কা: র‌্যাব সদস্যসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি
১২ মে ২০২১, ১৬:৪৯আপডেট : ১২ মে ২০২১, ১৬:৪৯

গাজীপুরে সড়কের পাশে থেমে থাকা আসামিবাহী র‌্যাবের মাইক্রোবাসের সঙ্গে অপর মাইক্রোবাসের সংঘর্ষে এক র‌্যাব সদস্যসহ দুজন নিহত এবং চার জন আহত হয়েছেন। বুধবার (১২ মে) সকাল ৯টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।   

এ ঘটনায় র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে (৪০) মাওনা আলহেরা মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে এবং অটোচালক গাজীপুর সদর উপজেলার মৃত আমির উদ্দিন শাহ লিটন মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহতরা হলেন– র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম (৪২), র‌্যাব সদস্য প্রদীপ কুমার (৪০), আতিক হাসান (৩০) এবং গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের অটো মেকার রিফাত হোসেন (২৫)। তাদের মাওনা আলহেরা মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে র‌্যাবের হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়েছে। 

. ওসি কামাল হোসেন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে সুজন মিয়াকে (২৯) আটক করে র‌্যাব। আটকের পর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে র‌্যাবের ছয় সদস্য আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ভবানীপুর (মুক্তিযোদ্ধা কলেজের সামনে) তাদের মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫১-৭৫১০) বিকল হয়ে পড়ে। পরে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক দিয়ে মেরামত করার চেষ্টা করেন। এ সময় ময়মনসিংহগামী অপর একটি নোহা মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫২-০৭১২) দাঁড়িয়ে থাকা র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা র‌্যাবের সার্জেন্ট খাইরুল ইসলাম ও অটোচালক লিটন মিয়া আঘাত পান। এ সময় ঘটনাস্থলেই অটোচালক নিহত ও র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করেছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা