X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আরও তিন বন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢোকা যাবে

শেখ শাহরিয়ার জামান
১২ মে ২০২১, ২০:০৩আপডেট : ১২ মে ২০২১, ২২:৫৬

ভারতে অবস্থানরত বাংলাদেশিরা আরও তিনটি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। এই বন্দর তিনটি হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা, দিনাজপুরের হিলি ও চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর। তিন বন্দর দিয়ে প্রবেশের সিদ্ধান্ত আগামী রবিবার (১৬ মে) থেকে কার্যকর হবে।

বুধবার (১২ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে প্রবেশে সুবিধা দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার পর বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশের সুবিধা ছিল। এখন পর্যন্ত বেনাপোল দিয়ে ৩ হাজার ৭৭ জন এবং আখাউড়া দিয়ে প্রায় ১৫০ জন দেশে এসেছেন। এছাড়া বুড়িমারী দিয়ে খুব অল্প সংখ্যক মানুষ দেশে এসেছেন বলে তিনি জানান।

মাশফি বিনতে শামস বলেন, ‘বেনাপোল দিয়ে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবেশ করায় যশোর ও আশপাশের জেলাগুলোতে কোয়ারেন্টিন ব্যবস্থা পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন তিনটি বন্দর দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করলে ওই জেলাগুলোতে সুষ্ঠু কোয়ারেন্টিন ব্যবস্থা করা সম্ভব।’

উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বাধ্যতামূলক ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে হবে।

মাশফি বিনতে শামস বলেন, ‘ভারতীয় ভ্যারিয়েন্ট যাতে দেশে ছড়িয়ে না পড়ে, তার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

আগামী ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর আমরা গোটা বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবো।’

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সীমান্ত বন্ধ থাকলেও স্থলবন্দর দিয়ে বাণিজ্য অব্যাহত রয়েছে। এর মাধ্যমে দেশের সাপ্লাই চেইনে কোনও অসুবিধা না করে কীভাবে ভাইরাস সংক্রমণ রোধ করা যা, সেটি করার চেষ্টা হচ্ছে।

প্রতিদিন প্রায় ২ হাজার ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। নির্দেশনা অনুযায়ী, ট্রাক প্রবেশের আগে ভালো করে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে। শুধু ড্রাইভার প্রবেশ করবেন। ড্রাইভার একান্ত বাধ্য না হলে গাড়ি থেকে নামবে না। ড্রাইভার খাবার নিয়ে প্রবেশ করবেন। যদি ড্রাইভারের নামার প্রয়োজন হয়, তবে তার জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করতে হবে। এছাড়া ভারতের ট্রাককে যদি রাতে বাংলাদেশে অবস্থান করতে হয়, তবে ড্রাইভার ফেরত যাবেন এবং পরের দিন পুনরায় বাংলাদেশে প্রবেশ করে ট্রাক ফেরত নিয়ে যাবেন। একই নিয়ম বাংলাদেশের ট্রাকের ক্ষেত্রেও প্রযোজ্য।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু, কমবে দাম
বেনাপোলে সন্ধ্যার পর পচনশীল পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা কাস্টমস কর্তৃপক্ষের
ভারত সীমান্তে চালু হচ্ছে আরেকটি স্থলবন্দর
সর্বশেষ খবর
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
জলাবদ্ধতা নিরসনে কাউন্সিলরদের মাঠে থাকার নির্দেশ মেয়র তাপসের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
রংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
মান নিয়ে প্রশ্ন, নেই প্রতিকাররংপুরে খেজুর বিক্রি নিয়ে চলছে তেলেসমাতি কারবার
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সংঘর্ষের কারণে তিউনিসিয়া-লিবিয়া সীমান্ত ক্রসিং বন্ধ
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার