X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সরকারের কাছে উপহারের ৩০ হাজার টিকা চেয়েছে চীনা দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২১, ১৫:৩৬আপডেট : ১৪ মে ২০২১, ১৯:১৩

চীন সরকার থেকে উপহারের ৫ লাখ টিকার মধ্যে ৩০ হাজার টিকা বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে চীনা দূতাবাস। এই ৩০ হাজার টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের দেওয়া হবে। চীনা দূতাবাস আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এ টিকা প্রয়োগে ইচ্ছা পোষণ করেছে।  

আনোয়ার খান মডার্ন গ্রুপের গণমাধ্যম ও রাজনৈতিক শাখার জনসংযোগ কর্মকর্তা শেখ নাজমুল হক সৈকত বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাজমুল হক সৈকত বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে অনেক চীনা নাগরিক আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এছাড়া চীনা দূতাবাসের সঙ্গে এই হাসপাতালটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা সরকারের কাছে ৩০ হাজার টিকা চেয়েছে। আনোয়ার খান মডার্ন হাসপাতালের মাধ্যমে এসব টিকা বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের প্রয়োগের ইচ্ছা রয়েছে দূতাবাসের। স্বাস্থ্য অধিদফতর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়টি বিবেচনা করে আমরা কোনও চিঠি পেলে পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করবো।সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমরা টিকা হাতে পাবো বলে আশা করছি।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল শুক্রবার পর্যন্ত কোনও চিঠিপত্র  পায়নি। তবে বাংলাদেশে কর্মরত বেশকিছু চীনা নাগরিক করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। কেউ কেউ এখনেও চিকিৎসা নিচ্ছেন। চীনা দূতাবাস তাদের রোগীদের নিয়মিত খোঁজ খবর রাখছেন।’

নাজমুল হক সৈকত বলেন,  ‘এতে বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাস আমাদের ওপর গভীর আস্থা ও বিশ্বাস স্হাপন করেছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। হয়তো টিকা গ্রহণে নির্ভরতার প্রতীক হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালকে তারা বেছে নিয়েছে।’

/আরটি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক