X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনা টেস্টে শ্রীলঙ্কার সবাই নেগেটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ১৩:৩৯আপডেট : ১৭ মে ২০২১, ১৩:৩৯

ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে ৩১ সদস্যের বিশাল বহর নিয়ে রবিবার বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। বিধি অনুসারে এর পর থেকেই তারা হোটেল কোয়ারেন্টিন পালন করছে। তবে তিনদিনের রুম কোয়ারেন্টিনের আগে প্রথমবারের মতো করোনা পরীক্ষার নমুনাও দিতে হয়েছে সফরকারীদের। সেই পরীক্ষায় আশঙ্কাজনক কোনও কিছু পাওয়া যায়নি। ফল নেগেটিভ এসেছে সবার। 

লঙ্কান ক্রিকেটারদের নেগেটিভ হওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেছেন, ‘বিমান বন্দর থেকে হোটেলে যাওয়ার পর পরই ক্রিকেটারদের নমুন সংগ্রহ করা হয়। গতরাতে (রবিবার) ওদের ফল নেগেটিভ এসেছে।’

অবশ্য প্রথম দফায় নেগেটিভ হলেই মুক্তি মিলছে না লঙ্কান দলের। আরও একবার করোনা নেগেটিভ হলেই অনুশীলন করার সুযোগ পাবেন তারা। মঙ্গলবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। সবমিলিয়ে তাই রুম কোয়ারেন্টিনের সঙ্গে করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে লঙ্কান ক্রিকেটারদের।

বিসিবর প্রধান চিকিৎসক আরও বলেছেন, ‘আগামীকাল (মঙ্গলবার) দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। ওখানে নেগেটিভ হলেই অনুশীলনে কোনও বাধা থাকবে না। পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ সরকারের নির্দেশনা মেনে আমরা অনুসরণ করছি। আর প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেক দলের জন্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলাদা আলাদা নির্দেশনা আছে।’

এই দুই দফা করোনা পরীক্ষার পর সিরিজ চলাকালে আরও দু’বার ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করানো হবে।  সবমিলিয়ে মোট চারটা পরীক্ষা হবে।

শ্রীলঙ্কা দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকবেলা, অশেন বান্দারা, দাসুন শানাকা, ইসুরু উদানা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, লাকশান সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, অজিথা ফার্নান্ডো, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি:

২৩ মে (রবিবার): প্রথম ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

২৫ মে (মঙ্গলবার): দ্বিতীয় ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

২৮ মে (শুক্রবার): তৃতীয় ওয়ানডে, শেরেবাংলা স্টেডিয়াম

*সব ম্যাচ দিবারাত্রির

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন