X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এডিপি অনুমোদন পাচ্ছে মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২১, ২১:৪৯আপডেট : ১৭ মে ২০২১, ২১:৫০

আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে বৈঠকে বসছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় এনইসি চেয়ারপার্সন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

জানা গেছে, আসছে ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। যা চলতি ২০২০-২১ অর্থ বছরের সংশোধিত এডিবির চেয়ে ২৭ হাজার ৬৮১ কোটি টাকা (১৪ শতাংশ) বেশি। চলতি চলতি অর্থবছরের জন্য মূল এডিবি ছিলো ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা। পরে গত মার্চ মাসে ৭ হাজার ৫০২ কোটি টাকা কমিয়ে এক লাখ ৯৭ হাজার ৬৪৩ কোটি টাকায় সংশোধন করা হয়।

প্রস্তাবিত এডিপিতে সরকারের নিজস্ব তহবিল বা অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে ১ লাখ ৩৭ হাজার ৩০০ কোটি টাকা বা প্রায় ৬১ শতাংশ, আর বাকি ৮৮ হাজার ২৪ কোটি টাকা বা ৩৯ শতাংশ প্রকল্প সহায়তা হিসেবে বৈদেশিক সম্পদ থেকে যোগ হবে বলে জানানো হয়েছে।

খাতভিত্তিক বরাদ্দের হিসেবে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগখাত। বরাদ্দের পরিমাণ ৬১ হাজার ৭২১ কোটি ৪১ লাখ টাকা। বিদ্যুৎ ও জ্বালানিখাতে বরাদ্দ থাকছে ৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা, গৃহায়ণ কমিউনিটিখাতে ২৩ হাজার ৭৪৭ কেটি ২১ লাখ টাকা, শিক্ষাখাতে বরাদ্দ থাকছে ২৩ হাজার ১৭৭ কোটি ৯৬ লাখ টাকা।

অপরদিকে একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ ১৮ হাজার ৪২৬ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করা হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৮০৭ কোটি টাকা মেট্রোরেল (এমআরটি-৬) প্রকল্পের জন্য এবং ৪ হাজার ৮০০ কোটি টাকা মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের জন্য প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা, পদ্মা সেতু প্রকল্পের জন্য ৩ হাজার ৫০০ কোটি টাকা, দোহাজারী–কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্পে দেওয়া হতে পারে ১ হাজার ৪২৫ কোটি টাকা।

চলমান করোনা সঙ্কটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্বাস্থ্য খাতে বরাদ্দ চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় ১৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। এডিপি বরাদ্দের দিক থেকে স্বাস্থ্যখাতের অবস্থান পঞ্চম। স্বাস্থ্যখাতে ১৭ হাজার ৩০১ কোটি ৯৭ লাখ টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। চলতি অর্থ বছরের মূল এডিপিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিলো ১৩ হাজার ৩২ কোটি ৬০ লাখ টাকা। পরে সংশোধিতে এডিপিতে তা বাড়িয়ে ১৪ হাজার ৯২১ কোটি ৯০ লাখ টাকা করা হয়।

অন্যান্য খাতের সম্ভাব্য বরাদ্দের মধ্যে রয়েছে- গৃহায়ণ গণপূর্ত: ২৩ হাজার ৮২১ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ১৪ হাজার ২৭৪ কোটি টাকা; পরিবেশ জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ: ৮ হাজার ৪৭০ কোটি টাকা; কৃষি: ৭ হাজার ৬৪৬ কোটি টাকা; শিল্পায়ন ও অর্থনৈতিক সেবা: ৪ হাজার ৬৪৩ কোটি টাকা; বিজ্ঞান ও আইটি: প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা; গণ আদেশ (Pubic order) ও নিরাপত্তা: ৩ হাজার ২০৫ কোটি টাকা; সাধারণ গণ সেবা: ২ হাজার ৯২৩ কোটি টাকা; বিনোদন, সংস্কৃতি ও ধর্ম: ২ হাজার ১৯১ কোটি টাকা; সামাজিক নিরাপত্তা: ১ হাজার ৬৪৮ কোটি টাকা; প্রতিরক্ষা: ৮৫০ কোটি টাকা এবং উন্নয়ন সহায়তা খাতে ২ হাজার ৯৪০ কোটি টাকা।

 

/ইএইচএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা