X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে খেলার আগে মোটিভেশন আসবে: জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৫:৫৯আপডেট : ১৮ মে ২০২১, ১৫:৫৯

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপের তিনটি ম্যাচ বাকী বাংলাদেশ দলের। সব ম্যাচই নিজেদের মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সেটি সরানো হয়েছে কাতারে। জুনের সেই তিনটি ম্যাচের মাঝে একটি আবার ভারতের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকেই পাখির চোখ করেছেন জামাল ভূঁইয়ারা।  

পাখির চোখ করার কারণও যৌক্তিক। কলকাতায় অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ইতিবাচক পারফরম্যান্স ছিল সোহেল রানা-সাদ উদ্দিনদের। তাই এবার ফিরতি পর্বের ম্যাচে আলাদা মোটিভেশন কাজ করবে বলে মত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার, ‘ভারতের বিপক্ষে খেলার আগে এমনিতেই মোটিভেশন আসবে। কারণ এর আগে ভারতের বিপক্ষে সবাই ভালো পারফর্ম করছিল। এছাড়া আরেকটি কারণ হতে পারে পাশের দেশ। তাদের বিপক্ষে একটা ইতিহাস তো আছেই। তাই আমরা চাইবো জিততে, এগিয়ে যেতে’

শুধু ভারতই নয়, আফগানিস্তান ও ওমানের বিপক্ষেও জিততে হলে সবাইকে নিজেদের সেরাটা দিতে হবে। যা আগের দিন ইংলিশ কোচ জেমি ডে বলে গেছেন। জামাল ভূঁইয়ারও একই কথা, ‘একজন ৫০ ভাগ দিলে তো হবে না। সবাইকে এক সঙ্গে ১০০ ভাগ দিতে হবে। তাহলেই আমরা ম্যাচ জিততে পারবো। তবে তার আগে দুইটা প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। সেখানে দেখতে হবে কোন বিভাগ শক্তিশালী কিংবা দুর্বল। সেগুলো নিয়ে কাজ করতে হবে।’

জামালের দুই সতীর্থ গোলকিপার আনিসুর রহমান জিকো ও মিডফিল্ডার সোহেল রানাও ভালো খেলতে উদগ্রীব। জিকো যেমন বলেছেন, ‘সবাই ফিট আছে। বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট পাওয়া সম্ভব।’

আর সোহেল রানা আবহাওয়া নিয়ে চিন্তিত নন। কারণ,‘কাতারে গরমে মনে হয় আমরা কিছুটা সুবিধা পাবো। এখানে গরমেই অনুশীলন করছি। আশা করছি, সেখানে সমস্যা হবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই