X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টাইব্রেকারে ১১তম শটে ম্যান ইউকে হারিয়ে ভিয়ারিয়াল চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক
২৭ মে ২০২১, ০৮:১৬আপডেট : ২৭ মে ২০২১, ০৮:১৬

সবশেষ টাইব্রেকারে এমন রোমাঞ্চ জাগানো ম্যাচ কবে হয়েছে তা বলা কঠিন। পাঁচটি নয়, ১১তম শটে এসে ইউরোপা লিগের ফাইনাল নিষ্পত্তি হলো! ৯৮ বছরের ক্লাব ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এই প্রথম বড় কোনও প্রতিযোগিতার ট্রফি জিতলো ভিয়ারিয়াল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউ গোল করতে পারেনি। টাইব্রেকারে এসে ভিয়ারিয়াল ১১টি শটেই লক্ষভেদ করতে পেরেছে। বিপরীতে ম্যানচেস্টার ইউনাইটেড করেছে ১০টি। ১১তম শট নিতে এসে ডি গিয়ার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দলকে আনন্দে ভাসান রুল্লি।

ভিয়ারিয়াল এই প্রথম বড় কোনও প্রতিযোগিতার ফাইনাল খেললো। তাদের কোচ উনাই এমেরির অবশ্য আগেই ইউরোপা লিগের ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে। এবার নিয়ে চতুর্থ ট্রফি জয়ী কোচ।

বিপরীতে ওলে গানার সুলশারের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমবার ফাইনাল খেলে জিততে পারেনি। সবশেষ ২০১৭ সালে মরিনিয়োর অধীনে ট্রফি জিতেছিল রেড ডেভিলরা।

বুধবার রাতে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল।পোল্যান্ডের মাঠে সাড়ে ৯ হাজার দর্শকের সামনে বল দখলে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৮ ভাগ এগিয়ে ছিল। আক্রমণও করার চেষ্টা করেছে। কিন্তু পল পগবা-কাভানিরা সেভাবে গোলকিপার জেরেনেমো রুল্লিকে বড় পরীক্ষায় ফেলতে পারেননি।

ফাঁকে ফাঁকে প্রতি আক্রমণে উঠে ভিয়ারিয়াল বরং রেড ডেভিলদের চাপে রেখেছে। নিয়মিত অধিনায়ক ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে না থাকায় এর প্রভাবও পড়েছে ম্যাচে।

২৯ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ দলটি। দানি পারেহোর ফ্রি-কিক থেকে জেরার্ড মরেনো হাফ ভলিতে গোলকিপার ডি গিয়াকে পরাস্ত করেন। ডিফেন্ডার লিন্ডেলফ এই স্ট্রাইকারের জার্সি ধরে রাখার চেষ্টা করেও আটকাতে পারেননি। এই মৌসুমে ২৯ বছর বয়সী মরেনোর গোল সংখ্যা ৩০টি।

গোল শোধে শেষের দিকে চেষ্টা করেছে ম্যান ইউ। ইনজুরি সময়ে গ্রিনউডের ক্রসে কাভানি শট নেওয়ার আগেই গোলকিপারের হাতে বল জমা পড়ে।

বিরতির পর অবশ্য ম্যান ইউ ঘুরে দাড়ায়। ৫৫ মিনিটে স্কোরলাইন ১-১ হয়। কর্নার থেকে বল ঘুরে আসে কাভানির পায়ে, ফাঁকায় দাঁড়িয়ে লক্ষ্যে শট নিতে একটুও দেরি করেননি উরুগুয়ের এই স্ট্রাইকার।

৭০ মিনিটে ডান প্রান্তের ক্রসে রাশফোর্ড ফাঁকায় থেকে লক্ষ্যভেদ করতে পারেনি। তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর টাইব্রেকারে ভিয়ারিয়ালের ইতিহাস হয়ে ওঠার ম্যাচটি যে স্মরণীয় হয়ে থাকলো।

 

/টিএ/আইএ/
সম্পর্কিত
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পাঁচ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতলো ইন্টার মিলান 
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
সর্বশেষ খবর
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
টিভি ধারাবাহিকে খলনায়িকা রিনা খান
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি