X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জুলাই থেকে ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা দেখতে চায় সরকার

শেখ শাহরিয়ার জামান
২৭ মে ২০২১, ১৯:০১আপডেট : ২৭ মে ২০২১, ১৯:৩৩

তিন হাজার কোটি টাকা খরচ করে ভাসানচরে তৈরি আশ্রয়ণ প্রকল্পে এক লাখ রোহিঙ্গা নাগরিককে নিয়ে যেতে চায় সরকার। ইতোমধ্যে ১৮ হাজারের বেশি রোহিঙ্গা সেখানে স্বেচ্ছায় গেছেন। ভাসানচরে রোহিঙ্গাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে জাতিসংঘ। সেখানে তাদের মানবিক কার্যক্রম পরিচালনা করার কথা। কিন্তু বিভিন্ন অজুহাতে এই দায়িত্ব এড়ানোর চেষ্টা করে জাতিসংঘ। অবশেষে এ বছরের শুরুতে তাদের একটি টেকনিক্যাল টিম ভাসানচর পরিদর্শন করে কিছু পর্যবেক্ষণ দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকে ভাসানচরে জাতিসংঘের সম্পৃক্ততা দেখতে চায় সরকার।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার (২৭ মে) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘‘ত্রাণ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এক মাসের মধ্যে আলাপ-আলোচনা করে জাতিসংঘ কীভাবে ভাসানচরে সম্পৃক্ত হতে পারে, তার ‘টার্মস অব রেফারেন্স’ ঠিক করবে এবং সুপারিশ করবে। আমরা আশা করবো, যত দ্রুত সম্ভব জাতিসংঘ ভাসানচরের মানবিক অপারেশনে  সম্পৃক্ত হবে।’

জাতিসংঘের সঙ্গে আগামী সপ্তাহ থেকে আলোচনা শুরু হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এরপর এক মাসের মধ্যে সুপারিশ করা হবে। এই কমিটি করা হয়েছে যাতে করে জাতিসংঘকে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলাদাভাবে আলোচনা করতে না হয়।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন বর্ষা মৌসুম শুরু হচ্ছে। সে কারণে এ মুহূর্তে নতুন কোনও রোহিঙ্গা ভাসানচরে নেওয়া হবে না। কিন্তু সেপ্টেম্বরের পর থেকে এক লাখ রোহিঙ্গা নেওয়ার কাজ পূর্ণ উদ্যমে শুরু হবে।’

ভাসানচরে অর্থায়ন কীভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতিসংঘ তার মতো করে তহবিল সংগ্রহ করবে। জেআরপির কাঠামোর মধ্যে, অথবা এর বাইরে গিয়ে তারা অর্থের ব্যবস্থা করতে পারে।’

ভাসানচরে নোয়াখালী জেলা প্রশাসন কাজ করবে। এ কারণে কক্সবাজারে জাতিসংঘ যেভাবে কাজ করে, তার থেকে এটি ভিন্ন হবে বলে তিনি জানান।

জাতিসংঘের পর্যবেক্ষণের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘের যে পর্যালোচনা সেটি বেশি আপত্তিকর না। আমরা সবগুলোই করছি এবং সেগুলো কীভাবে আলোচনার মাধ্যমে আরও ভালোভাবে করা যায়, সেটি আমরা দেখবো।’

তিনি বলেন, ‘যেমন তারা বলেছেন—দুর্যোগ হলে কী করা হবে। সেটির জন্য ভাসানচরে আমরা উঁচু বাঁধ দিচ্ছি। তাদের এই উদ্বেগ আমরা সুরাহা করছি।’

তাদের আরেকটি বিষয় হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা আরও ভালো করতে হবে। এ বিষয়ে আমরা একমত। সেখানে বর্তমানে অপারেশন থিয়েটার নেই। জরুরি অবস্থায় নোয়াখালী নিয়ে যেতে হচ্ছে। আমরা একমত যে এগুলো আমরা করবো বলে তিনি জানান।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ মানবাধিকার-বিষয়ক ঢাকা অফিস খোলার খসড়া সমঝোতায় অনুমোদন     
ইসরায়েলি যুদ্ধে গাজায় অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি