X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুমকি কাদের মির্জার

নোয়াখালী প্রতিনিধি
৩০ মে ২০২১, ০৮:৩৭আপডেট : ৩০ মে ২০২১, ০৮:৩৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁরই ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার (২৯ মে) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে তার কয়েকজন অনুসারী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন। অতঃপর ফেসবুক লাইভে এসে তিনি এই হুমকি দেন।

ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‘প্রতিদিন ওসি, এডিশনাল এসপি শামিম, ইউএনও এবং এসিল্যান্ড ১০ লাখ টাকা করে পান একরাম এবং আলাউদ্দিন নাসিমের কাছ থেকে। প্রশাসনের কর্মকর্তাদের ছত্রছায়ায় আমার ১৫ জন অনুসারী গুলিবিদ্ধ হয়েছেন। ওবায়দুল কাদের সাহেব আপনি বলতেন, তুমি চুপ থাক, আমি চুপ থাকথাম। আমার আব্বারে রাজাকার বলছে, আপনি কিছু করেননি।’

শনিবার রাত ৯টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১১মিনিট ১১ সেকেন্ডের লাইভে এসে ৪ সরকারি কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে এসব কথা বলেন তিনি।

পৌর মেয়র বলেন, ‘আমি আবার শুরু করবো, ছেড়ে দেবো না। সত্য কথা থেকে আমি কখনও সরবো না। আপনারা আমাকে সরাতে পারবেন না। কী করবেন, জেলে দেবেন। যা ইচ্ছা তাই করেন। ১০-১৫ জন সন্ত্রাসী প্রশাসনের পাহারায় এখানে তাণ্ডব চালাচ্ছে। ইউএনও ওসির পাহারায়; ডিসি এসপির পাহারায়। এটা কী চালাচ্ছেন? কার রাজত্ব কায়েম করতে চান এখানে আপনারা? কী করতে চান, আপনি। আপনার কনস্টিটিউন্সিতে মানুষ আজকে আপনাকে ধিক্কার দিচ্ছে।’

কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে বললে আপনি বলেন, চুপ থাক। কী বোঝাতে চান আপনি? কী করতে চান? তারা বলে, তাদের সঙ্গেও আপনি কথা বলেন। আমারে বললেন, তুমি যেভাবে বলবে, সেভাবে হবে। তাদের বলেন, তোমরা যেভাবে বলো, সেভাবে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও, এসিল্যান্ড, ওসি ও এডিশনাল এসপি শামিমকে প্রত্যাহার না করলে, আমি কোম্পানীগঞ্জের মানুষকে নিয়ে আন্দোলন শুরু করবো। আমেরিকা যাওয়ার কথা ছিল, আমি যাবো না। আমি এর শেষ দেখে ছাড়বো। তারপর আমেরিকা যাবো।’

তিনি আরও বলেন, ‘যারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে একতরফাভাবে কাজ করছে, আপনি তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে চান না। কী করতে চান আপনি? ২৪ ঘণ্টার মধ্যে এদের সরাতে হবে। অন্যথায় সব দায় দায়িত্ব আপনার। আপনার বিরুদ্ধে প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। ছেড়ে দেবো না।’

/আইএ/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী