X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানিক মিয়ার কবরে বঙ্গবন্ধুর পুষ্পার্ঘ্য নিবেদন

উদিসা ইসলাম
০১ জুন ২০২১, ০৮:০০আপডেট : ০১ জুন ২০২১, ০৮:০০

সাংবাদিকতা জগতে ও  সমাজ সংস্কারকের ভূমিকায় যিনি অনস্বীকার্য। তিনি তফজ্জল হোসেন ওরফে মানিক মিয়া। ১ জুন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী। সারাদেশে ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনটি পালন হয়। তখনকার সময়ের সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে উঠতে পেরেছিল নিজ কাজের ধরণ দিয়েই। দিনটি পালন উপলক্ষে সকাল ন’টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানিক মিয়ার মাজারে পুস্পমাল্য নিবেদন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

কয়েক মাসের মধ্যে পাক ভারত সম্পর্ক উজ্জ্বল হবে

আগামী কয়েক মাসের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক উজ্জ্বল হবে। পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো সেই আশা প্রকাশ করেন। ইরানের ইন্টারন্যাশনাল সম্পর্কে নিজের অসন্তোষ প্রকাশ করেন তবে আশা ব্যক্ত করেন যে ভারতের সঙ্গে শিগগিরই সম্পর্ক উন্নতি হবে। ভুট্টো বলেন বিচার ও যুক্তির নিকট গ্রহণযোগ্য নয় এমন কোনও সমাধান পাকিস্তানকে চাপিয়ে দেওয়া মেনে নেওয়ার ব্যাপারে পাকিস্তান সতর্ক। চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রতি পাকিস্তানের স্বীকৃতি আদায় করা যাবে না।

অভ্যন্তরীণ বিষয় প্রসঙ্গে ভুট্টা বলেন যে তিনি সেনাবাহিনীর অভ্যুত্থান সম্পর্কে ভীত নন সেনাবাহিনী গড়ে তোলা নিতান্ত প্রয়োজন। সেনাবাহিনী পুনর্গঠন ও আধুনিকীকরণ কষ্ট সাপেক্ষ ব্যাপার হলেও স্বাধীন ও সম্মানিত থাকার জন্য জাতিকে এই কাজ করতে হবে।

মানিক মিয়ার কবরে বঙ্গবন্ধুর পুষ্পার্ঘ্য নিবেদন আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠক

আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে সম্প্রতি দেশে যে সমস্ত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনে কমিটি কক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের পার্লামেন্টারি কমিটির এক বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া এর আগে ফরিদপুরের এমপি নূরুল হকের মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত ৯০ মিনিট স্থায়ী কমিটির এক বৈঠকে দেশের সার্বিক খাদ্য অর্থনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

২ তারিখ সংসদ বাজেট অধিবেশন

১৯৭৩ সালের ২ জুন বাংলাদেশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হলে বিকেলে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন চলবে বলে জানানো হয়। জুন মাসের মধ্যে বাজেটের কিছু অংশ সংশোধন অনুমোদন করিয়ে নেওয়া হতে পারে বলেও জানানো হয়। বাজেটের অপেক্ষায় কোও কাজে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের জন্য খণ্ড বাজেট অনুমোদনের এই ব্যবস্থা করা হয়। রেল ও সাধারণ বাজেটের ওপর সাধারন আলোচনা অনুমোদন ছাড়াই সংসদের এই অধিবেশনের দশটি অর্ডিন্যান্স অর্থবিল পাস করা হবে বলে জানানো হয়। তবে অধিবেশনের উল্লেখযোগ্য বিষয় হবে প্রশ্নোত্তর পর্ব। সংক্ষিপ্ত সদস্যরা সরকারি বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করতে পারবে। অবশ্য বাজেট পেশের দিন প্রশ্ন উত্থাপন করা যাবে না।

শিল্পের শ্রমিকদের জন্য বেতন কমিশন

ঢাকায় প্রকাশিত এক সরকারি হ্যান্ডআউট বলা হয় সরকার শিল্প শ্রমিকদের জন্য বেতন কমিশন গঠন করেছে। এই বেতন কমিশন রাষ্ট্রায়ত্ত সরকারের পরিচালনাধীন ও সরকার ব্যবস্থা শিল্প কারখানার শ্রমিক কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকারের কাছে তিন মাসের মধ্যে তাদের সুপারিশ পেশ করবেন। যেসব সরকারি কর্মচারী স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থার নিযুক্ত আছেন এবং যারা জাতীয় বেতন কমিশনের সুপারিশের অন্তর্ভুক্ত হয়েছেন তারা শিল্প শ্রমিক বেতন কমিশনের আওতায় পড়বেন না।

 

/এফএএন/
সম্পর্কিত
বঙ্গবন্ধু গোল্ডকাপ গিনেস বুকে ওঠানোর উদ্যোগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারদের শ্রদ্ধা
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী