দ্বিতীয় দিনের মতো বিশেষ লকডাউন চলছে নওগাঁ সদর ও সীমান্তবর্তী নিয়ামতপুর উপজেলায়। জেলা প্রশাসন বলছে, নওগাঁয় এখনও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশ হয়েছে। তাই লকডাউন কার্যকর করতে শুক্রবার (৪ জুন) থেকে আরও বেশি শক্ত অবস্থানে প্রশাসন।
জেলা প্রশাসক হারুন আর রশিদ জানান, করোনার সংক্রমণ কমাতে বন্ধ করা হয়েছে সীমান্তবর্তী সব হাট। লকডাউন তদারকির দায়িত্বে প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম কাজ করছে। পাশাপাশি পুরো শহর জুড়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, ‘লকডাউন কঠোর করতে শুরু থেকেই পুলিশ কাজ করছে। বৃহস্পতিবারের তুলনায় আজ থেকে পুলিশ আরও কঠোর হবে। আমাদের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন।’
সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, শুক্রবার জেলার ধামইরহাট উপজেলায় সকালে আইসলোশনে থাকা কারোনা আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।