X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনি বিতর্কে পরস্পরকে আক্রমণ ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৭:৩৩আপডেট : ০৬ জুন ২০২১, ১৭:৩৩

আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছেস ইরানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সাত প্রার্থী। এখন টিভি পর্দার সামনে নানা ইস্যুতে বিতর্কে লিপ্ত হচ্ছেন তারা। বিতর্কের পাশাপাশি পরস্পরকে আক্রমণ করতেও দেখা যাচ্ছে তাদের।

এরইমধ্যে প্রথম দফার নির্বাচনি বিতর্ক শেষ হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে যথাক্রমে আগামী ৭ ও ১২ জুন। ৩ ঘণ্টা ধরে অনুষ্ঠিতব্য এসব বিতর্ক ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হবে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থী হলেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি এবং সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।

শনিবার অনুষ্ঠিত তিন ঘণ্টার বিতর্কে ইরানের অর্থনীতির বিষয়টি প্রাধান্য পায়। গত তিন বছরে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নানা নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি এমনিতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিপদ বাড়িয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি আর উচ্চ বেকারত্ব।

প্রথম সেশনের বিতর্কে কোনও মডারেশন ছিল না। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক গ্লাসের কনটেইনার থেকে এলোমেলোভাবে বাছাইকৃত প্রশ্ন ছুঁড়ে দেন প্রার্থীদের প্রতি। তিন মিনিটের মধ্যে এসব প্রশ্নের উত্তর দিতে বলা হয় তাদের। তবে কর বিতর্ক থেকে শুরু করে বাজেট ঘাটতি ব্যবস্থাপনা, বৃহৎ ব্যাংকগুলোতে ঋণখেলাপের মতো জরুরি প্রশ্নগুলো প্রায় পুরোপুরিভাবে উপক্ষো করেন তারা। এসব প্রশ্ন পাশ কাটিয়ে পারস্পরিক আক্রমণেই বিতর্কের বেশিরভাগ সময় ব্যয় করেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাত প্রার্থী

বিতর্কের দ্বিতীয় দফায় পোডিয়ামের পিছনে ছয় ফুট দূরত্বে আলাদা করে বসে থাকা প্রার্থীদের প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের জন্য চার মিনিট সময় দেওয়া হয়। সময় শেষ হওয়ার সেকেন্ডের মধ্যেই তাদের মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়।

সাত প্রার্থীর মধ্যে বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। ফলে স্বভাবতই তিনি মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাবেক প্রধান আব্দুন নাসের হেম্মাতি এবং সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহসেন মেহের আলীজাদে রক্ষণশীল রায়িসির সমালোচনা করেন।

বাকি চার প্রার্থীর প্রত্যেকেই রক্ষণশীল হিসেবে পরিচিত। তারা কোনও বিষয় নিয়ে রায়িসিকে আক্রমণ করেননি। এর বদলে তারা সংস্কারপন্থী প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করেন। বর্তমান রুহানি প্রশাসনকেও একহাত নেন তারা।

এ পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাবেক প্রধান আব্দুন নাসের হেম্মাতি অভিযোগ করেন, রায়িসির অবস্থান জোরদার করতেই বাকি চার রক্ষণশীল প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট প্রার্থীদের কঠোর বাছাই প্রক্রিয়ায় অনেককেই বাদ দেওয়া হয়েছে। এমনকি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের মতো রক্ষণশীল প্রার্থীও দাঁড়ানোর সুযোগ পাননি। বস্তুত এবারের নির্বাচনে সংস্কারবাদী শিবিরের শক্তিশালী কোনও প্রার্থী থাকছে না। ফলে শেষ পর্যন্ত এস্টাবলিশমেন্টের পছন্দের প্রার্থী রায়সিকেই হয়তো দেখা যাবে ক্ষমতার মসনদে। তবে চূড়ান্ত বিচারে কে ক্ষমতায় বসবেন সেটা নির্ধারণ করবে ইরানের জনগণ। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৮ জুন পর্যন্ত। সূত্র: আল জাজিরা, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
সর্বশেষ খবর
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
কেন্দ্রে দায়িত্বে থাকা দুজনের কাছে পাওয়া গেলো ৫০ হাজার টাকা, ব্যালটে ৩০০ জাল ভোট
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘রবীন্দ্রনাথ বাঙালিকে আলোর পথ দেখিয়েছেন’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
‘মেসি-রোনালদোদের দল হারলে কি মাঠ ছেড়ে চলে যায়’
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
এসডিজি অর্জনে বাণিজ্য বিষয়ক গবেষণা জোরদার চান ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ