X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

৪০ হাজার মানুষের চলাচলে ভাসমান সেতু

টেকনাফ প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৭:০০আপডেট : ০৮ জুন ২০২১, ১৭:০০

কক্সবাজারের টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কে খালের উপর নির্মিত হয়েছে একটি ভাসমান সেতু। এতে ১৩ গ্রামের ৪০ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ কমেছে। গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিতে টেকনাফের নাফ নদী ও উপকূল সড়ক দিয়ে শাহপরীর দ্বীপে তাদের যাতায়াত বন্ধ হয়ে যায়। এসব মানুষদের কষ্ট লাঘবে নিজস্ব অর্থায়নে এ ভাসমান সেতু নির্মাণে উদ্যোগ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন।

এর আগে ২০১২ সালে জুলাই মাসে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে শাহপরীর দ্বীপ সড়কের পাঁচ কিলোমিটার অংশ জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় শাহপরীর দ্বীপের সঙ্গে টেকনাফ সদরের সরাসরি সড়ক যোগাযোগ।

সরেজমিন দেখা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ সড়কে ভরাখাল নামক এলাকায় বাঁশ ও ড্রাম দিয়ে একটি ভাসমান সেতু দিয়ে লোকজন পারাপার হচ্ছে। এর আগে এখানে নৌকা দিয়ে চলাচল করতো দ্বীপবাসী। তাদের কষ্টের কথা চিন্তা করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেনের নিজস্ব অর্থায়নে ১৩০ ফুট দৈর্ঘ্যের ও ৪ ফুট প্রস্থ এ ভাসমান সেতুটি নির্মাণে খরচ হয়েছে দুই লাখ টাকা।

দ্বীপের বাসিন্দা কেফায়েত উল্লাহ বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে সড়ক তলিয়ে যাওয়ায় দীর্ঘ আট বছর ধরে দুর্ভোগে ছিল দ্বীপের ৪০ হাজার মানুষ। এতদিন নাফ নদী ও উপকূল সড়ক দিয়ে কোনও রকমে চলাচল করা হচ্ছিল। কিন্তু ভারি বৃষ্টিতে সেসব পথ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। এতে দ্বীপবাসীদের ভোগান্তি সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের উদ্যোগে ও অর্থায়নে একটি ভাসমান সেতু নির্মাণে প্রতিদিন এ সেতু দিয়ে শত শত মানুষ যাতায়াত করছে। এতে মানুষের কষ্ট কমেছে কিছুটা। তবে আমরা চাই, পুরো সড়কটি যেন দ্রুত নির্মাণ করা হয়, যাতে দ্বীপবাসী টেকনাফ-শাহপরীর দ্বীপে সরাসরি যাতায়াত করতে পারে।’  

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, ‘ভাসমান সেতুর কারণে ১৩ গ্রামের মানুষ উপকৃত হয়েছে। এতে মানুষের কষ্ট কমেছে।’

এ বিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন জানান, ‘দ্বীপের ৪০ হাজার মানুষের কষ্টের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে দুই লাখ টাকা ব্যয়ে একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু দিয়ে এখন প্রতিদিন সহস্রাধিক লোক চলাচল করছে। অন্তত বর্ষার দিনে মানুষ চলাচল করতে পারবে। তবে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে টেকনাফ-শাহপরীর দ্বীপের সড়কটি আগামী বছর জুনে শেষ হওয়ার কথা রয়েছে।’

 

   

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক