X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৯ কেজি সোনা চুরির মামলায় কাস্টমস কর্মকর্তার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:১৭আপডেট : ১০ জুন ২০২১, ২০:১৭

বেনাপোল কাস্টমস হাউজের ১৯ কেজি সোনা চুরির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

তাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অপরদিকে রাজস্ব কর্মকর্তার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান।

এর আগে বেনাপোল কাস্টমস হাউজের গোডাউনের তালা ভেঙে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যমানের ১৯ কেজি ৩১৮ গ্রাম সোনা চুরি অভিযোগে ২০২০ সালের নভেম্বর মাসে মামলা হয়।

মামলায় বলা হয়, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনও সময় সোনা  চুরি হয়েছে। ওই সময় গোডাউনের চাবি ছিল আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছে। ঘটনার পর পুলিশ শাহিবুল সরদারকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাসা থেকে ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে ওই বছরের ১৪ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ কুণ্ডু আগে বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা কার্যালয়ে যোগদান করেন। চলতি বছর এ মামলায় বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দেন হাইকোর্ট। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত দুই সপ্তাহের মধ্যে কুণ্ডুকে আত্মসমর্পণ করতে গত ২৭ মে আদেশ দেন। এ আদেশ পেয়ে গত ৭ জুন আত্মসমর্পণ করেন তিনি। এ অবস্থায় আবারও রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ