X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

১৯ কেজি সোনা চুরির মামলায় কাস্টমস কর্মকর্তার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:১৭আপডেট : ১০ জুন ২০২১, ২০:১৭

বেনাপোল কাস্টমস হাউজের ১৯ কেজি সোনা চুরির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

তাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অপরদিকে রাজস্ব কর্মকর্তার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান।

এর আগে বেনাপোল কাস্টমস হাউজের গোডাউনের তালা ভেঙে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যমানের ১৯ কেজি ৩১৮ গ্রাম সোনা চুরি অভিযোগে ২০২০ সালের নভেম্বর মাসে মামলা হয়।

মামলায় বলা হয়, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনও সময় সোনা  চুরি হয়েছে। ওই সময় গোডাউনের চাবি ছিল আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছে। ঘটনার পর পুলিশ শাহিবুল সরদারকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাসা থেকে ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে ওই বছরের ১৪ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ কুণ্ডু আগে বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা কার্যালয়ে যোগদান করেন। চলতি বছর এ মামলায় বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দেন হাইকোর্ট। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত দুই সপ্তাহের মধ্যে কুণ্ডুকে আত্মসমর্পণ করতে গত ২৭ মে আদেশ দেন। এ আদেশ পেয়ে গত ৭ জুন আত্মসমর্পণ করেন তিনি। এ অবস্থায় আবারও রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ