নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে বৃহস্পতিবার (১০ জুন) রাতে বদলি করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে তার বদলির আদেশ কোম্পানীগঞ্জ থানায় পাঠানো হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে বদলি করে মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পোস্টিং দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মাস ধরে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের কয়েকটি পক্ষে সমস্যা চলছে। এর জেরে সংঘর্ষে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালন না করায় পুলিশ কর্মকর্তাদের বদলির দাবিতে আন্দোলন করে আসছেন তিনি।