X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

অর্থপাচারের অভিযোগ নিয়ে যা বলছে ‘বিগো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ২১:৩২আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৩২

লাইভ ভিডিও স্ট্রিমিং অ্যাপ ‘লাইকি’ ও ‘বিগো লাইভের’ মাধ্যমে অবৈধভাবে দেশ থেকে প্রতি মাসে শত কোটি টাকা পাচার হচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাঁচ জনকে গ্রেফতারের পর রবিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এ তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি জামিল আহমেদ।

অর্থপাচারের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে  এদিনই একটি ব্যাখ্যা দিয়েছে বিগো টেকনোলজি (বিগো)।

বিবৃতিতে বিগো টেকনোলজি (বিগো) বলেছে, ‘যেকোনও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিষ্ঠানটি শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করে। একইভাবে প্রতিষ্ঠানটি যে কোনও ব্যক্তির  অপরাধের ক্ষেত্রেও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এক্ষেত্রে সেই ব্যক্তি প্রতিষ্ঠানের স্থানীয় কোনও এজেন্সি পার্টনার কিনা, তা নির্বিশেষে এ নীতিতে অনুসরণ করা হয়। যেকোনও অপরাধমূলক আচরণ মোকাবিলায় এই খাতের শীর্ষ প্রযুক্তির সমন্বয়ে তৈরি কঠোর নীতিমালা রয়েছে। একইসঙ্গে এসব ক্ষেত্রে কোনও পক্ষপাত না করা, কিংবা কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচ্ছিন্ন কোনও ঘটনা সমর্থন বিগো করে না’, বলেও বিবৃতিতে  উল্লেখ করা হয়।

বিগো’র বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছি এবং যেভাবে সম্ভব বা প্রয়োজন এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবো। আমাদের ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ, সুরক্ষিত এবং বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরিতে আমরা আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও আমরা একইভাবে অঙ্গীকারবদ্ধ থাকবো।’

‘সিঙ্গাপুর-ভিত্তিক একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য যোগাযোগের যে সুযোগ তৈরি করেছে, এজন্য আমরা সম্মানিত বোধ করছি। বাংলাদেশসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে বিগো’র কার্যক্রম রয়েছে। আমাদের লক্ষ্য এ অঞ্চলে আমাদের ব্যবহারকারীদের জন্য ইতিবাচক সব সুযোগ তৈরি করা এবং আমরা যে দেশেই কার্যক্রম পরিচালনা করি না কেন, সেখানকার আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে সকল আইন ও বিধি যথাযথভাবে মেনে চলি।’

আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার অঙ্গীকার করে বিবৃতিতে বিগো জানায়, ‘আঞ্চলিক ও জাতীয় আইন এবং মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা আইনপ্রয়োগকারী সকল সংস্থা ও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো। একইসঙ্গে নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য ইতিবাচক সব সুযোগ তৈরিতে নিবিড়ভাবে কাজ করবো।’

আরও পড়ুন:

লাইভ স্ট্রিমিং অ্যাপ বিগো ও লাইকির মাধ্যমে অর্থপাচার

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনহেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া