X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘অপহৃত ২৫ শ্রমিককে হত্যা করেছে মিয়ানমারের বিদ্রোহীরা’

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ১৬:৪৬আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:৪৬

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় এলাকায় একটি নির্মাণ স্থাপনার অন্তত ২৫ শ্রমিককে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের দাবি, বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী ওই শ্রমিকদের অপহরণের পর হত্যা করেছে। এ ঘটনায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও)-কে দায়ী করেছে জান্তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

সোমবার জান্তা সমর্থিত মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মে মাসে কেএনডিও-এর সদস্যদের হাতে একটি নির্মাণ স্থাপনার ৪৭ শ্রমিক অপহৃত হয়। ভাগ্যবিড়ম্বিত এই শ্রমিকদের মধ্যে অন্তত ২৫ জনকে হত্যা করে বিচ্ছিন্নতাবাদীরা।

টেলিভিশনের পর্দায় ঘন জঙ্গলের ভেতরে ২৫ জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবরে বলা হয়েছে, নিহত হওয়া এসব শ্রমিক মিয়ানমার-থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় সেতু নির্মাণের কাজ করছিল। এর মধ্যেই গত ৩১ মে সেখানকার ৪৭ শ্রমিককে তুলে নিয়ে যায় বিচ্ছিন্নতাবাদীরা। ওই ৪৭ জনের মধ্যে ১০ শিশু এবং ছয় নারীও রয়েছে।

ওই অপহরণের ঘটনার পর গত ১১ জুন প্রথম সাতজনের মরদেহের সন্ধান মিলে। এর মধ্যে একজনের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। বাকিদের পেছন থেকে হাত বাঁধা ছিল। ১২ জুন আরও ১৮ জনের মরদেহের খোঁজ মিলে। জান্তা সমর্থিত মিডিয়ায় এসব অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য কারেন বিদ্রোহীদের দায়ী করা হলেও বিদ্রোহী গোষ্ঠীটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

অং সান সু চি-র নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে জোরালো প্রতিবাদ গড়ে উঠলে অ্যাকশনে যায় জান্তা সরকার। হত্যা করা হয় সাড়ে আট শতাধিক বিক্ষোভকারীকে। রাজপথে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়ে এলেও সেনা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে দেশটির বহু গোষ্ঠী। কদিন আগেই দেশটির চিন রাজ্যে প্রতিরোধ যোদ্ধারা ফাঁদ পেতে ২৭ জন সরকারি সেনাকে হত্যা করে। এর মধ্যেই সোমবার কারেন ন্যাশনাল ডিফেন্স অর্গানাইজেশন (কেএনডিও)-এর বিরুদ্ধে ২৫ শ্রমিককে অপহরণের পর হত্যার অভিযোগ তুললো জান্তা সমর্থিত মিডিয়া।

/এমপি/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক