X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো দুটি যুদ্ধজাহাজ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ২০:৩৬আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০৬

ইরানের নৌবাহিনীতে নিজেদের তৈরি ‘দেনা’ এবং ‘শাহিন’ নামে দুটি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট হাসান রুহানি জাহাজ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। ‘দেনা’ একটি ডেস্ট্রয়ার এবং ‘শাহিন’ মাইন হান্টার। ইরানের সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার ইরান ঘোষণা দিয়েছিল, প্রথমবারের আটলান্টিক মহাসাগরে তারা যুদ্ধজাহাজের একটি ছোট স্কোয়াড্রন পাঠিয়েছে। এই ঘোষণার কয়েক দিনের মধ্যে নতুন দুটি যুদ্ধজাহাজ পেলো দেশটির নৌবাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসান রুহানি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানকে দুটি জাহাজ দিয়ে গুরুত্বপূর্ণ একটি সাফল্য অর্জন করলো। 

দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, ‘দেনা’ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইরানি নৌবাহিনীতে যোগদান করা পঞ্চম ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ারটি সম্পূর্ণভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করেছে এবং নৌবাহিনীর নজরদারি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

অ্যাডমিরাল রাস্তেগারি আরও জানান, দেশে তৈরি এই ডেস্ট্রয়ারের আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্যতম আধুনিক সিস্টেম, যা ইরানের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। এই ডেস্ট্রয়ার একসঙ্গে ৪০টি টার্গেট শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে পাঁচটির বেশি টার্গেটে হামলা চালাতে পারে। এই নতুন ডেস্ট্রয়ারে অত্যন্ত উন্নতমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো হয়েছে। পাশাপাশি ডেস্ট্রয়ারটির রেডিও ব্যান্ড আরও বিস্তৃত করা হয়েছে।

তিনি আরও জানান, শাহীন নামের মাইন হান্টারটি ৩৩ মিটার লম্বা এবং ১১ মিটার চওড়া। উচ্চতা ১৮০ সেন্টিমিটার। ইরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তরুণ বিশেষজ্ঞরা এই মাইন হান্টারটি তৈরি করেছেন।

এর আগে ২ জুন ওমান উপসাগরে হরমুজ প্রণালির কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ। ইরানের নৌবাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহার হতো জাহাজটি। হঠাৎ এতে আগুন লাগলে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এটি রাজধানী তেহরান থেকে ৭৯০ মাইল দূরে দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছাকাছি ডুবে যায়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে ভোট দিলো সাধারণ পরিষদ
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সিরিয়ার
হামাসের সংশোধিত প্রস্তাব গাজায় যুদ্ধবিরতি অচলাবস্থা ভাঙতে পারে: যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র