X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আমি হার মানবো না: পরীমণি

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১২:২৫আপডেট : ০৭ জুলাই ২০২১, ০১:৩৮

ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ নিয়ে টানা চার দিন এই শহরের নানা কর্তাব্যক্তি ও থানায় ঘুরেছেন দেশের শীর্ষ নায়িকা পরীমণি। না, কেউ কোনও সমাধান তো দেয়নি, বরং প্রত্যেকে থেকেছে নিরাপদ দূরত্বে।

পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা, প্রধানমন্ত্রীর কাছে বিচারের আবেদন

কিন্তু স্পষ্টভাষী পরীমণির জীবনধারা বলে, তিনি এত সহজে অন্যায়ের কাছে হার মানার মতো মানুষ নন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে ঘটনার ৬ দিনের মাথায় পরী নিজেই সেটি জানান দিলেন নতুন করে। মঙ্গলবার (১৫ জুন) সকালে তিনি ফেসবুকের মাধ্যমে স্পষ্ট ভাষায় বললেন, ‘আমি হার মানবো না।’

আমি যদি মরে যাই সেটা হত্যা হবে, আত্মহত্যা নয়: পরীমণি

এরমধ্যে সেই নজিরও মিলেছে। অনেকটা অসহায় পরিস্থিতি থেকে উঠে এসেছেন পরী। এগিয়ে এসেছে পুরো মিডিয়া ও প্রশাসন। দ্রুত সময়ে গ্রেফতার হয়েছেন প্রধান আসামিসহ অন্য অভিযুক্তরা। ধরে নেওয়া যায় এই যুদ্ধে জয়ের পথেই আছেন ‘স্বপ্নজাল’-কন্যা পরীমণি।

পরীমণি জানালেন ধর্ষণচেষ্টায় অভিযুক্তর নাম

এর জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর প্রতি। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।’

যে কারণে সেদিন পরীমণির অভিযোগ নেয়নি পুলিশ

কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করেননি তার এই অসহায় সময়ে সবার আগে ছুটে আসা মিডিয়াকর্মীদের প্রতি। কৃতজ্ঞতা জানান পুলিশের প্রতিও। বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ- যারা আমার এই দুঃসময়ে পাশে ছিলেন, আছেন; আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস। আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিল না। আইন সবার ওপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট!’

মামলার এজাহারে যা বললেন পরীমণি

আসামিদের দ্রুত গ্রেফতারের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনোভাবেই যেন এ ধরনের লোকেরা আর কোনও মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবো না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।’

‘আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে’

১৩ জুন সন্ধ্যায় ফেসবুকে মর্মান্তিক এক ঘটনার স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমণি। জানান, ৯ জুন রাতে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। এদিন রাতেই সংবাদ সম্মেলনে অভিযুক্তর নাম ও স্থান প্রকাশ করে পুরো ঘটনার বর্ণা করেন পরী। অভিযুক্তদের বিচার ও নিজেকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহযোগিতাও কামনা করেন অশ্রুসজল এ তারকা। যা নাড়িয়ে দিয়েছে পুরো দেশ।

অবশেষে চলচ্চিত্র শিল্পী সমিতির ‘তীব্র নিন্দা জ্ঞাপন’

১৪ জুন দুপুরে নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন সাভার থানায়। একই দিন গ্রেফতার হন প্রধান আসামি নাসির ইউ মাহমুদ।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
কলকাতায় স্থায়ী হতে চান পরীমণি
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
টলিউডের পরী যেমন…
টলিউডের পরী যেমন…
সোশ্যাল হ্যান্ডেলে চলছে পরী-বুবলীর ‘কপি-কাণ্ড’!
সোশ্যাল হ্যান্ডেলে চলছে পরী-বুবলীর ‘কপি-কাণ্ড’!
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…