X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

৫৫ কোটি টাকার বিদেশি ক্রেনে মোংলায় পণ্য খালাস দ্বিগুণ হবে

মোংলা প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৮:২২আপডেট : ১৫ জুন ২০২১, ১৮:২২

মোংলা সমুদ্রবন্দরকে আরও আধুনিক করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ দেশি-বিদেশি ব্যবসায়ীদের আকৃষ্ট করেছে। কয়েক বছর ধরে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে বন্দরের পণ্য খালাস ও বোঝাই হয়ে আসছে। এরপরও জেটিতে আসা জাহাজের; বিশেষ করে কন্টেইনার এবং কার্গোর পণ্য খালাস হতো ঝুঁকি নিয়ে। এবার দ্রুত সময়ের মধ্যে পণ্য খালাসের জন্য জার্মানি থেকে বন্দরে আনা হয়েছে দুটি মাল্টিপারপাস মোবাইল ক্রেন। যা দিয়ে জাহাজের কন্টেইনার ও পণ্য দ্রুত সময়ের মধ্যে খালাস করা যাবে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুর আড়াইটায় বন্দরের ৯ নম্বর জেটিতে অত্যাধুনিক ক্রেন দুটি নিয়ে আসে জার্মানির পতাকাবাহী এম ভি উইবকী নামে বিদেশি জাহাজ।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, উইবকী জাহাজে করে মাল্টিপারপাস মোবাইল ক্রেনের মোট ৭৩টি প্যাকেজসহ অন্যান্য যন্ত্রাংশ এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে পণ্য খালাস করে জার্মানির প্রকৌশলীদের দিয়ে এটি সেট করা হবে। একই সঙ্গে কীভাবে এই ক্রেন দিয়ে কাজ করা হবে তারও প্রশিক্ষণ দিয়ে যাবেন বিদেশি প্রকৌশলীরা। বন্দরে মোবাইল ক্রেন যুক্ত হলে দ্রুত সময়ের মধ্যে নিরাপদে পণ্য খালাস করা যাবে।

২০২০-২১ অর্থবছরে বন্দরে এক কোটি ২০ লাখ মেট্রিক টন পণ্য খালাস করা হয়েছে জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, মাল্টিপারপাস মোবাইল ক্রেন সংযোজন হলে ভবিষ্যতে পণ্য খালাস দ্বিগুণ হবে। ৫৫ কোটি টাকা ব্যয়ে ঢাকার ম্যাক্সন পাওয়ার লিমিটেড কোম্পানির মাধ্যমে ক্রেন দুটি আমদানি করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের উপপ্রধান প্রকৌশলী মো. মাহাবুবর রহমান মিনা ও বিদেশি জাহাজ উইবকীর স্থানীয় শিপিং এজেন্ট অল সিসের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন জানান, দেড় মাস আগে যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড বন্দর থেকে ক্রেন দুটি নিয়ে জাহাজটি বাংলাদেশে রওনা হয়। জার্মানির রকস্ট্রক ফ্যাক্টরিতে লিভার কোম্পানি ক্রেন দুটি তৈরি করে। মঙ্গলবার দুপুরে বিদেশি জাহাজ থেকে ৭৩টি প্যাকেজের ক্রেন দুটিসহ অন্যান্য যন্ত্রাংশ খালাস করা হয়। বিদেশ থেকে আমদানি হওয়া ক্রেন দুটি দিয়ে একসঙ্গে ৪০ মেট্রিক টন পণ্য খালাস করাসহ নানা সুবিধা পাওয়া যাবে। দ্রুত ও নিরাপদে কন্টেইনারসহ বন্দরে আসা রূপপুর পারমাণবিক ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভারী পণ্য খালাস করা হবে বলেও জানান তারা।

মোংলা বন্দর কর্তৃপক্ষে কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ বলেন, ১৯৫০ সালে যাত্রা শুরু হওয়ার পর নানা কারণে বৈষম্যের শিকার হয়ে এই বন্দর একসময় লোকসানে পরিণত হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বন্দরে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আধুনিক যন্ত্রপাতি আর সঠিক ব্যবস্থাপনায় বন্দর এখন লাভজনক হয়ে উঠেছে। নতুন করে আধুনিক ক্রেন যুক্ত হওয়ায় দ্রুত পরিসরে বন্দরের কার্যক্রম আরও এগিয়ে যাবে।

/এএম/
সম্পর্কিত
নতুন অর্থবছরের প্রথম দিনে মোংলা বন্দরে ১৪টি বিদেশি জাহাজ
গত কয়েকদিনের আন্দোলনে ‘স্বাভাবিক’ ছিল মোংলা বন্দরের কার্যক্রম
শাটডাউনের প্রতিবাদে মোংলা বন্দরে ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে