X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আম্পায়ারিং নিয়ে কারও কোনও অভিযোগ নেই: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২৩:০৩আপডেট : ১৫ জুন ২০২১, ২৩:০৩

ঘরোয়া ক্রিকেটে প্রায়ই বড় দলগুলোর পক্ষে পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে  অভিযোগ উঠে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন আম্পায়ারিং নিয়ে কোনও ক্লাবের কোনও অভিযোগ নেই।

মঙ্গলবার (১৫ জুন) বোর্ড সভা শেষে নাজমুল হাসান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘২০১৭ সালের দিকে অনেক অভিযোগ ছিল। এরপর ক্যামেরা বসানো হলো। কিন্তু এবার এটা নিয়ে অভিযোগ আসার পর প্রথমেই বন্ধ করার চিন্তা ছিল। কিন্তু বঙ্গবন্ধুর নামের কারণে এই টুর্নামেন্ট বন্ধ করিনি। অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করে দিয়েছে। এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সেগুলোর অধিনায়ক, দলকে ডেকে জিজ্ঞাস করা হয়েছে। কিন্তু কেউই অভিযোগ করেনি।’

পাপন জানান, বিভিন্ন ক্লাবের অধিনায়ক ও ম্যানেজার অভিযোগ তো দেয়নি, উল্টো এবারের লিগটিকে তাদের দেখা সেরা টুর্নামেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। বোর্ড সভাপতি বলেন, ‘দুই দিনে ১২ ক্লাবের অধিনায়কের সঙ্গে কথা হয়েছে।  এখন পর্যন্ত কোনও অধিনায়ক বা ম্যানেজার আম্পায়ারিং নিয়ে কোনও অভিযোগ দেননি। তারা নাকি বলেছে  তাদের দেখা এটা সেরা লিগ এটা।  তারপরও কমিটিকে বাড়তি দায়িত্বে দেওয়া হয়েছে। এই কমিটি সামনে সেই কাজ করবে।’

প্রসঙ্গত, গত শুক্রবার মোহামেডান-আবাহনীর মধ্যকার ম্যাচ চলাকালে মেজাজ হারান সাকিব। দুই দফা আম্পায়ারের সঙ্গে অক্রিকেটীয় আচরণ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এমন আচরণে সাকিবকে ৩ ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

 

/আরআই/এমআর/
সম্পর্কিত
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা