X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোনালদোর রেকর্ডময় রাতে উজ্জ্বল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০২১, ০০:৫৮আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৫৮

ইউরোর মাঠে নেমেই একটা রেকর্ড নিজের করে নিলেন। আর শেষে যোগ করলেন আরেকটি। তাই পর্তুগাল-হাঙ্গেরি ম্যাচটি হয়ে রইলো ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডময় এক অধ্যায় হয়ে। যেখানে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী করলেন জোড়া গোল, আর আলোকিত হলো পর্তুগাল। রোনালদোর রেকর্ডময় রাতে বর্তমান চ্যাম্পিয়নদের ইউরো অভিযান শুরু হলো ৩-০ গোলের বড় জয়ে।

পর্তুগাল-হাঙ্গোরি ম্যাচে স্বাভাবিকভাবেই স্পটলাইট ছিল রোনালদোর ওপর। ৩৬ বছর বয়সী তারকা চেষ্টাও কম করছিলেন না গোলের জন্য। কিন্তু একের পর এক আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অতঃপর শেষ ৬ মিনিটে ভাগ্যদেবী ফিরে তাকালেন তাদের দিকে। রোনালদোর জোড়া গোলের আগে রাফায়েল গুরেইরোর লক্ষ্যভেদে হাঙ্গেরিকে ৩-০ গোলে হারিয়ে জানান দিলো শিরোপা ধরে রাখতে তারা প্রস্তুত।

মঙ্গলবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় রোনালদো গড়লেন দুটি রেকর্ড। এবার দিয়ে পঞ্চমবার ইউরোপসেরার প্রতিযোগিতার মূল পর্বে নামলেন রোনালদো। ইউরোতে এতবার খেলার নজির আর কারও নেই। আর শেষ দিকে জাল খুঁজে নিয়ে ইউরোতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটাও নিজের করে নিলেন জুভেন্টাস ফরোয়ার্ড। ইউরোতে রোনালদোর গোল এখন ১১। জোড়া গোল করে পেছনে ফেলেছেন এতদিন ৯ গোল নিয়ে শীর্ষে থাকা মিশেল প্লাতিনিকে।

৬০ হাজার দর্শকের উপস্থিতিতে রোনালদোর পাশাপাশি তার দল পর্তুগালও আরও একটি কীর্তি গড়েছে। সবশেষ ছয় চ্যাম্পিয়নদের মধ্যে শুধু স্পেন ২০১৬ ও ফ্রান্স ২০০৪ সালে প্রথম ম্যাচে জিতেছিল। পর্তুগালও এবার শুরুর ম্যাচ জিতে এই কাতারে চলে এসেছে।

বল দখলে এগিয়ে থেকে আক্রমণের পসরা সাজিয়ে পর্তুগাল চড়াও হয়েছিল হাঙ্গেরির ওপর। কিন্তু কিছুতেই ডেডলক ভাঙতে পারছিল না। প্রথমার্ধে একের পর এক আক্রমণ ব্যর্থ হয়েছে। কোনও সময় রোনালদো-জোতাদের কারণে, আবার কখনও হাঙ্গেরির গোলকিপার নিজেই ছিলেন ত্রাতা।

শেষ দিকে এসে অবশ্য সফল হয় পর্তুগিজরা। ৮৪ মিনিটে ডেডলক ভাঙেন রাফায়েল গুরেইরো। ৮৭ মিনিটে পেনাল্টি পায় পর্তুগাল। রোনালদো স্পট কিক থেকে ব্যবধান বাড়িয়ে নেন। আর শেষ মুহূর্তে এসে এই তারকা নিজের দ্বিতীয় গোল করে হাঙ্গেরিকে ম্যাচ থেকে একেবারে ছিটকে দেন।

এর আগে সবশেষ ইউরোতে দুই দলের লড়াইটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা