X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সদর হাসপাতালে টিকিট সংগ্রহকারীই দাঁতের ডাক্তার!

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১২:৪৩আপডেট : ১৬ জুন ২০২১, ১২:৪৮

সাতক্ষীরা সদর হাসপাতালের দন্তবিভাগে চিকিৎসক হিসেবে দায়িত্বে আছেন ডা. নুরুল ইসলাম। অসুস্থতার কারণে সোমবার (১৪ জুন) তিনি হাসপাতালে আসেননি। তবে বন্ধ ছিল না তার চেম্বার, হয়েছে রোগী দেখা। ডাক্তারের দরজায় দাঁড়িয়ে টিকিট সংগ্রহকারী পিযুজ সেনই ওইদিন রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমস্যার কথা জেনে সরকারি টিকিটে অ্যাডভাইস দিয়ে টিকিট সংগ্রহকারী পিযুজ ব্যবস্থাপত্র দিয়েছেন বলে অভিযোগ করেছেন রুপালী (৪৫) নামে এক রোগী (টিকিট নম্বর-৩১৮৪৪/৬৮)।

এদিকে খোদ সরকারি হাসপাতালে আসল ডাক্তারের চেম্বারে বসে ভুয়া ডাক্তারের রোগী দেখার এ ঘটনা ভাবিয়ে তুলেছে সেবা প্রত্যাশীদের।

জানা যায়, সোমবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এলে ডাক্তারের চেম্বারের সামনে টিকিট সংগ্রহকারী পিযুজ রোগীদের সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। এরই একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের ১১৪, ১১৬, ১১৭ ও ৯ নম্বরে থাকা দায়িত্বরত চিকিৎসকদের বিষয়টি জানান ভুক্তভোগী রোগী। ঘটনা জেনে ওই চিকিৎকসরা দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি সিভিল সার্জনকে জানানোর পরামর্শ দেন তারা। তাৎক্ষণিক সিভিল সার্জনকে বিষয়টি জানালে তিনি ঘটনা শুনে হতবাক হয়ে যান।

তিনি দ্রুত হাসপাতালের আবাসিক চিকিৎসককে (আরএমও) সেখানে পাঠানোর কথা জানান। তবে দীর্ঘসময় অপেক্ষার পরেও অভিযোগকারী আরএমও’র দেখা পাননি। তবে চলে আসার সময় সেখানে উপস্থিত হন দন্ত চিকিৎসক নুরুল ইসলাম।

তখন তিনি বলেন, ‘আমি অসুস্থ, তাই বাসায় ছিলাম। আমিই কমবেশি ছোটখাটো ঘটনায় পিযুজকে চিকিৎসা দিতে বলেছি।’

এ বিষয়ে রাতে সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, বিষয়টি আমি শুনেছি। আরএমওকে পাঠিয়েছিলাম। তিনিও ঘটনা শুনে আমাকে জানিয়েছেন। উক্ত চিকিৎসক অসুস্থ থাকায় টিকিট সংগ্রহকারীকে চেম্বার খুলে বসতে বললে, সে চিকিৎসা শুরু করে, এমনটি শুনেছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যদি কোনও চিকিৎসক হাসাতালে না আসেন, তবে তার চেম্বার বন্ধ থাকবে।

 

/টিটি/
সম্পর্কিত
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি